সুপর্ণা মজুমদার: বলিউডে রিমেকের সংখ্যা নেহাত কম নয়। কিছু সফল, কিছু ব্যর্থ। প্যান ইন্ডিয়া সিনেমার যুগেও রিমেকে ভরসা রেখেছিলেন পরিচালক রোহিত ধাওয়ান। আল্লু অর্জুনের ‘আলা বৈকুন্ঠপুরামলো’র আদলে তৈরি করেছেন ‘শেহজাদা’ (Shehzada)। নায়ক কার্তিক আরিয়ান (Kartik Aaryan)।
দুই সিনেমার দুই চরিত্রের নাম এক। বান্টু (কার্তিক) ও বাল্মিকী (পরেশ রাওয়াল)। ছোটবেলা থেকে বাল্মিকীকেই বাবা হিসেবে মানে বান্টু। কিন্তু একদিন জানতে পারে, সে আসলে বিলিওনেয়ার আদিত্য জিন্দলের (শচীন খেদকর) মেয়ে ইয়াশু (মনীশা কৈরালা) ও জামাই রণদীপ নন্দার (রণিত রায়) একমাত্র ছেলে। জিন্দলদের বিশাল ব্যবসার উত্তরসূরি। জন্মের সময়ই নিজের ছেলের ইয়াশুর পাশে রেখে বান্টুকে তুলে এনেছিল বাল্মিকী। যাতে বান্টু মধ্যবিত্ত পরিবারের কষ্ট ভোগ করে, আর তার ছেলে রাজ সমস্ত বিলাসিতা ভোগ করতে পারে।
[আরও পড়ুন: নুসরতের প্রেমে ‘ম্যাড’ মিকা সিং, ভিডিও শেয়ার করে গায়ককে ‘ভালবাসা’ পাঠালেন সাংসদ-অভিনেত্রী]
সত্য কখনও চাপা থাকে না। বান্টু নিজের আসল পরিচয় জানতে পারে। মা ও বাবাকে তা বলেও দিতে পারত। কিন্তু নায়ক সে। তাই আদর্শ ছেলের মতো নিজের আসল পরিবারের সমস্ত বেঠিককে ঠিক করার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। বাকি গল্প নিজ দায়িত্বে সিনেমা হলে গিয়ে দেখে নিতে পারেন। তবে অনেক ক্ষেত্রেই হতাশ হতে হবে।
দক্ষিণী সিনেমা এখন আর দর্শকদের কাছে অপরিচিত নয়। তাই সেই গল্প নিয়ে রিমেক করার আগে রোহিত ধাওয়ানের ভাবা উচিত ছিল। গল্পের গরু গাছে উঠতেই পারে, তবে তাতে মনোরঞ্জনের উপাদান থাকলে যুক্তির কথা ভুলে দেখে নেওয়া যেতে পারে। কিন্তু ‘শেহজাদা’র ক্ষেত্রে তা হল না। কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) দেখে ‘জুড়ুয়া ২’ কিংবা ‘কুলি নম্বর ১’ সিনেমার বরুণ ধাওয়ানকে মনে পড়তে পারে। অ্যাকশন হিরো হওয়ার চেষ্টায় নিজের প্রতিভার হত্যা করেছেন তিনি।
কৃতী স্যানন (Kriti Sanon) কিছু রোম্যান্টিং দৃশ্য ও কয়েকটি গানের জন্যই পারিশ্রমিক পেয়ে যাবেন। যদিও গানগুলি মোটেও মনে ধরে না। কাহিনি যত শেষের দিকে এগিয়েছে, ততই তাতে অযত্নের ছাপ দেখা গিয়েছে। মনীশা কৈরালা, রণিত রায় থেকে পরেশ রাওয়াল, শচীন খেদকর সকলেই একঘেয়ে চিত্রনাট্যের বলি। সবশেষে একটি কথা বলা যায়, রিমেক করা ভাল যদি ছবির গুণগত মান বজায় রাখা যায়। আর সেটি রোহিত ধাওয়ান ‘শেহজাদা’র ক্ষেত্রে অন্তত করে উঠতে পারেননি। ছবির প্রযোজনায় অংশীদার ছিলেন কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, নিজের পারিশ্রমিকও নেননি তিনি। কিন্তু তাতেও বাঁচানো গেল না ‘শেহজাদা’কে।
সিনেমা – শেহজাদা
অভিনয়ে – কার্তিক আরিয়ান, কৃতী স্যানন, পরেশ রাওয়াল, রণিত রায়, শচীন খেদকর, মণীশা কৈরালা, অঙ্কুর রাঠি
পরিচালনায় – রোহিত ধাওয়ান