-
- ফটো গ্যালারি
- Honourable president draupadi murmu will arrive bengal for two days visit here is the preparation
দু'দিনের সফরে বঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেজে উঠছে জোড়াসাঁকো থেকে বিশ্বভারতী
একঝলকে দেখে নিন রাষ্ট্রপতির সফরসূচি।
Tap to expand
আগামী সোমবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দু'দিনের সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। ছবি: অমিত ঘোষ।
Tap to expand
সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন রাষ্ট্রপতি। শনিবার থেকে সেজে উঠছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তুভিটা। আঙিনায় চলছে আলপনা দেওয়ার কাজ। ছবি: অমিত ঘোষ।
Tap to expand
রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের ধুলো ঝেড়ে চলছে আঁকাআঁকি। সাজানো হচ্ছে গর্ভগৃহও। ছবি: অমিত ঘোষ।
Tap to expand
সোমবার সায়েন্স সিটি, নেতাজি ভবন যাবেন রাষ্ট্রপতি। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা জানাবে রাজ্য সরকার। ছবি: অমিত ঘোষ।
Tap to expand
২৮ মার্চ, মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে আমন্ত্রিত রাষ্ট্রপতি। ওইদিন শান্তিনিকেতন যাওয়ার আগে তিনি যাবেন বেলুড় মঠে।
Tap to expand
মঙ্গলবারই বিশ্বভারতীর অনুষ্ঠান সেরে দিল্লি ফিরে যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
Published By: Sucheta SenguptaPosted: 09:16 PM Mar 25, 2023Updated: 09:18 PM Mar 25, 2023
একঝলকে দেখে নিন রাষ্ট্রপতির সফরসূচি।