সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই কাশ্মীরে (Kashmir) জঙ্গিদমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা (Indian Army)। সোমবার সকালে সীমান্ত পেরিয়ে ঢুকে আসা দুই জঙ্গিকে নিকেশ করেন ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। পুঞ্চ সেক্টরে দুই জঙ্গি খতম হওয়ার পরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষী বাহিনী। প্রসঙ্গত, শনিবারই জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন তিন জওয়ান।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, পুঞ্চ (Poonch) এলাকায় পাক নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে দুই জঙ্গি। সীমান্তের কাছে দেগওয়ার তেরয়ান এলাকায় পৌঁছতেই সেনার সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে তারা। কিছুক্ষণের মধ্যেই মারা যায় এক জঙ্গি। তবে অন্য জঙ্গি দীর্ঘক্ষণ ধরে লড়াই চালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে সে পিছু হঠে পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সেনার গুলিতেই তার মৃত্যু হয়।
[আরও পড়ুন: ইউক্রেনে ৭০টি মিসাইল ছুঁড়ল রাশিয়া, মৃত অন্তত ৬, পালটা হামলা জেলেনস্কিরও]
দুই জঙ্গিকে নিকেশের খবর প্রকাশ করেন লেফটেন্যান্ট কর্নেল সুনীল বর্তওয়াল। তিনি জানান, পুঞ্চের বিস্তীর্ণ এলাকা জুড়ে জোরকদমে তল্লাশি চালাচ্ছে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। উল্লেখ্য, রবিবারেও কুপওয়ারা এলাকায় এক জঙ্গি নিকেশ হয় যৌথ বাহিনীর গুলিতে। তার কাছ থেকে একাধিক অস্ত্রও উদ্ধার করে কাশ্মীর পুলিশ। পরপর দু’দিনে কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য মিলল ভারতের।
প্রসঙ্গত, এই কুপওয়ারাতেই গত শনিবার মৃত্যু হয় তিন জওয়ানের। কুলগাম জেলার হালান জঙ্গলে জঙ্গিদের গোপন ঘাঁটির সন্ধান দেন গোয়েন্দারা। সেই খবরের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী। রাতের অন্ধকারে ঘিরে ফেলা হয় সন্ত্রাসবাদীদের ডেরা। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ের পর গুলির আঘাতে গুরুতর আহত হন তিন জওয়ান। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত্যু হয়।