shono
Advertisement
Haryana

'মদ্যপ' চালকের ভুলে বলি তাজা প্রাণ! হরিয়ানায় স্কুলবাস উলটে মৃত কমপক্ষে ৬ পড়ুয়া

ছুটির দিনে স্কুলের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল খুদে পড়ুয়ারা।
Posted: 11:23 AM Apr 11, 2024Updated: 11:59 AM Apr 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানায় (Harynana)। স্কুলবাস উলটে গিয়ে মৃত্যু হল ৬ শিশুর। আহত কমপক্ষে ১২ খুদে পড়ুয়া। বৃহস্পতিবার ভোরে হরিয়ানার নারনাউল এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঈদের ছুটি থাকলেও এদিন ওই বেসরকারি স্কুলে বিশেষ অনুষ্ঠান ছিল। স্কুলবাসে চেপে ক্ষুদে পড়ুয়ারা সেই অনুষ্ঠানেই যাচ্ছিল। মাঝপথে ঘটে যায় বিপত্তি। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উনহানি গ্রামের কাছে জি এল পাবলিক স্কুলের বাসটি উলটে যায়। এই বিষয়ে জেলা শিক্ষা আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে চালক মদ্যপ অবস্থায় ছিলেন। বেপরোয়া গতির গাড়িটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে। তারপরেই সেটি উলটে যায়। এতেই মৃত্যু হয়েছে ৬ জন পড়ুয়ার। আহত হয়েছে আরও ১২ জন। জেলা প্রশাসন ওই শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

 

[আরও পড়ুন: ‘মদ্যপ’ চালকের ভুলে বলি তাজা প্রাণ! হরিয়ানায় স্কুলবাস উলটে মৃত কমপক্ষে ৬ পড়ুয়া]

পুলিশ গাড়ির কাগজপত্র খতিয়ে দেখেও চমকে যায়। জানা গিয়েছে, ২০১৮ সালে অর্থাৎ ছয় বছর আগেই বাসটির ফিট সার্টিফিকেট ফুরিয়েছিল। তার পরেও সেটি কীভাবে পথে চলছিল? সেই প্রশ্ন অবশ্য পুলিশের দিকেই ছুড়ে দিচ্ছে জনতা।

 

[আরও পড়ুন: বেসরকারিকরণের ফলে বিজেপির নিয়ন্ত্রণে সৈনিক স্কুলও! তোপ খাড়গের, কেন্দ্র বলল, ‘বিভ্রান্তিকর’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উনহানি গ্রামের কাছে জি এল পাবলিক স্কুলের বাসটি উলটে যায়।
  • পুলিশ গাড়ির কাগজপত্র খতিয়ে দেখে চমকে যায়।
Advertisement