সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত তিরিশেরও বেশি। শুক্রবার অনেক রাতে শিরগাঁওয়ে মন্দিরের বার্ষিক শোভাযাত্রা 'শ্রী লাইরাই যাত্রা'য় অংশ নেন হাজার হাজার মানুষ। তখনই ঘটে যায় অঘটন। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত উত্তর গোয়া জেলা হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন। পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি। পরে এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন যে, গোটা পরিস্থিতি তিনি ব্যক্তিগত ভাবে পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি প্রমোদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর কথা হয়েছে। তিনি এই কঠিন সময়ে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রমোদকে লিখতে দেখা যায়, 'আজ লাইরাই যাত্রার সময় পদপিষ্ট হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর ভাবে শোকাহত। আমি হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছি এবং তাঁদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছি। ব্যক্তিগত ভাবে পুরো পরিস্থিতি আমি পর্যবেক্ষণে রেখেছি যাতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি গোটা পরিস্থিতির বিস্তারিত বিবরণ জানতে চেয়েছে। সেই সঙ্গেই এই কঠিন সময়ে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।'
