shono
Advertisement
Jammu and Kashmir

কাশ্মীরে ভয়ংকর দুর্ঘটনা! চাকা পিছলে খাদে পড়ল সেনার ট্রাক, মৃত্যু ৩ জওয়ানের

ঘটনাটির তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ এবং সেনা।
Published By: Subhodeep MullickPosted: 03:29 PM May 04, 2025Updated: 03:41 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রামবনে ভয়ংকর দুর্ঘটনা। চাকা পিছলে গভীর খাদে গিয়ে পড়ল সেনার ট্রাক। মৃত্যু হয়েছে তিন জওয়ানের। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, সেনা এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

সেনা সূত্রে খবর, রবিবার সকালে ট্রাকটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু বাতারি চামসা এলাকার কাছে আসার পরই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের ৭০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, সেনা এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জওয়ানের। তাঁদের নাম অমিত কুমার, সুজিত কুমার এবং মন বাহাদুর। গোটা ঘটনাটির তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ এবং সেনা।

এ প্রসঙ্গে বাটোট পুলিশ স্টেশনের এক আধিকারিক বিক্রম পরিহার বলেন, "জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশে ট্রাকটি রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে গিয়ে পড়ে। সকাল সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের দেহ রামবন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।"

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এমনিতেই থমথমে কাশ্মীরের পরিস্থিতি। পাকিস্তানের সঙ্গেও বাড়ছে সংঘাত। যুদ্ধ আবহে কাশ্মীরের বুকে এরকম একটি দুর্ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করল।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীরের রামবনে ভয়ংকর দুর্ঘটনা।
  • চাকা পিছলে গভীর খাদে গিয়ে পড়ল একটি সেনার ট্রাক।
  • মৃত্যু হয়েছে তিন জওয়ানের।
Advertisement