shono
Advertisement

Breaking News

AAP

দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আপ! কেজরির ঘোষণায় অস্বস্তিতে ইন্ডিয়া

আগামী বছরের শুরুতেই ভোট হতে পারে রাজধানীতে।
Published By: Biswadip DeyPosted: 02:28 PM Dec 01, 2024Updated: 02:28 PM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর ২০২৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচন। আর তাতে একাই লড়বে আম আদমি পার্টি। রবিবার এমনই ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোট নয়, একাই লড়বে আম আদমি পার্টি। নিঃসন্দেহে তাঁর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে, এর ফলে বড়সড় ধাক্কা খেল বিরোধী ইন্ডিয়া জোট।

Advertisement

তবে এই প্রথম কেজরি এমন সিদ্ধান্ত নিলেন তা নয়। এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই পাঞ্জাবে ১৩টি কেন্দ্রের সব কটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কংগ্রেস জোট করতে চাইলেও সেই প্রস্তাবে সাড়া দেননি আপ সুপ্রিমো। একই অবস্থা দেখা যায় হরিয়ানাতেও। সেখানে বিধানসভা নির্বাচনে বার বার আলোচনা হলেও আসন ভাগাভাগিতে মতানৈক্য থাকায় জোট সম্ভব হয়নি। এবার দিল্লিতেও 'একলো চলো' নীতিই নিলেন কেজরি।

বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে মনে করা হচ্ছে, নতুন বছরের একেবারে শুরুতে ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে। তার আগে গত মাসে আচমকাই নির্বাচনের ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেয় আম আদমি পার্টি। ১১ আসনের মধ্যে ৬টিতেই দলের বিধায়কদের টিকিট দেয়নি আপ। সেখানে বিজেপি ও কংগ্রেস থেকে আসা প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদকে প্রার্থী করেছে আম আদমি পার্টি। রবিবাসরীয় ঘোষণার পর পরিষ্কার, ৭০ আসনের বিধানসভা নির্বাচনের সব কেন্দ্রেই থাকবে ঝাড়ু শিবিরের প্রার্থী। বলে রাখা ভালো, গতবার ৭০টির মধ্যে ৬২ আসনেই জিতেছিল আপ। কিন্তু এবার তাদের লড়াই কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। বিজেপিকে টক্কর দিতে তাই অন্য কারও উপরে ভরসা না রেখেই একা লড়তে চাইছেন কেজরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছর ২০২৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচন।
  • আর তাতে একাই লড়বে আম আদমি পার্টি।
  • রবিবার এমনই ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল।
Advertisement