সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগেই গুজরাটে বিস্ফোরক অভিযোগের মুখে পড়ল বিজেপি। হার্দিক প্যাটেল ঘনিষ্ঠ নেতা নরেন্দ্র প্যাটেলের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে এক কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল কেন্দ্রীয় শাসকদল। এমনকী দশ লক্ষ টাকা অগ্রিমও দিয়েছিল। বিজেপিতে যোগ দিয়েও প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে যান পতিদার আন্দোলনের এই নেতা। দল ছেড়ে এসে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।
[ ট্রেনে কনফার্মড টিকিট পাননি? আপনাকে আকাশপথে গন্তব্যে পৌঁছে দেবে রেল ]
বিজেপিতে যোগ দেওয়ার অনতিকাল পরেই এই অভিযোগ তুলে দলকে প্যাঁচে ফেললেন নরেন্দ্র। সাংবাদিক সম্মেলনে অগ্রিম বাবদ পাওয়া দশ লক্ষ টাকা দেখানও তিনি। জানান, সোমবারের মধ্যে বাকি টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। হার্দিক ঘনিষ্ঠ অপর এক নেতা বরুণ প্যাটেল কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। দল ভাঙানোর কাজে তিনিই মুখ্য ভূমিকা নিয়েছিলেন। বরুণই একাধিক বিজেপি নেতার সঙ্গে যোগযোগ করিয়ে দেন নরেন্দ্রর। গান্ধীনগরে এ নিয়ে কথাবার্তাও হয়। সেখানেই এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়। বরুণই তাঁর হাতে অগ্রিম টাকা দিয়েছেন বলে জানান নরেন্দ্র। তাহলে তিনি দলে যোগ দিয়েছিলেন কেন? নরেন্দ্র জবাব, তাঁর হাতে টাকা দেওয়ার পরই বিজেপি ঘোষণা করে দেয়, যে তিনি দলে যোগ দিচ্ছেন। কিন্তু তাঁর নিজের মনে হয়েছে এ কাজ অনুচিত। আর তাই পালটা সাংবাদিক সম্মেলন করে নিজের অনাস্থার কথা জানিয়ে দেন।
নরেন্দ্রর এই অভিযোগে রীতিমতো তোলপাড় জাতীয় রাজনীতি। নিখিল সাভানি নামে এক হার্দিক ঘনিষ্ঠ নেতা বিজেপি-তে যোগ দিয়েছিলেন, আবার ছেড়েও দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই পালন করেনি। তাই বিজেপি-তে যোগ দিয়েও তিনি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নরেন্দ্র প্যাটেলের এই সিদ্ধান্তে তিনি খুশি। অভিনন্দনও জানিয়েছেন তাঁকে। এই প্রসঙ্গে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর মন্তব্য, ‘গুজরাট অমূল্য। তাকে টাকা দিয়ে কেনা যায়না।’ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, নির্বাচনের আগে বিজেপিকে প্যাঁচে ফেলতেই এই কৌশল নিয়েছে বিরোধীরা।
[ বাড়িতে বসেই মোটা টাকা আয় করতে চান? পথ দেখাচ্ছে মোদি সরকার ]
The post বিজেপিতে যোগ দিতে ১ কোটি টাকা ঘুষ, বিস্ফোরক অভিযোগ এই নেতার appeared first on Sangbad Pratidin.
