shono
Advertisement
T-72 tanks

আরও অত্যাধুনিক ট্যাঙ্ক টি-৭২, শত্রুর ঘুম ছোটাতে রাশিয়ার সঙ্গে নয়া চুক্তি ভারতের

২১৫৭ কোটি টাকার এই চুক্তি সাক্ষর রাশিয়ার সঙ্গে।
Published By: Amit Kumar DasPosted: 04:12 PM Mar 08, 2025Updated: 04:12 PM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার থেকে কেনা ট্যাঙ্ক টি-৭২ (অজেয়)কে আরও অত্যাধুনিক করার পথে ভারত সরকার। সেই পথে হেঁটে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের সঙ্গে নয়া চুক্তি সই করা হয়েছে বলে জানাল প্রতিরক্ষা মন্ত্রক। ২১৫৭ কোটি টাকার এই চুক্তির মাধ্যমে টি-৭২ ট্যাঙ্কের পুরনো ইঞ্জিন বদলে তার ক্ষমতা আরও বাড়ানো হবে। এছাড়াও প্রযুক্তিগত বেশ কিছু বদল করা হবে পুরনো এই যুদ্ধাস্ত্রে।

Advertisement

বছর পাঁচেক আগেই বেশকিছু খামতি ধরা পড়েছিল টি-৭২ ট্যাঙ্কে। এরপরই তৎপর হয় কেন্দ্র। সেই খামতি সারাতে ও ট্যাঙ্কগুলিকে আধুনিক করতে গত শুক্রবার এই চুক্তি সাক্ষর হয়েছে। নয়া চুক্তি অনুযায়ী, বর্তমানে ৭৮০ হর্স পাওয়ারের ইঞ্জিন বদলে এতে বসবে ১০০০ হর্স পাওয়ারের ইঞ্জিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির মাধ্যমে রুশ সংস্থা রোসোবোরোনএক্সপোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের তৈরি করা হবে এই ইঞ্জিন। চেন্নাইয়ের হেভি ভেইকেলস ফ্যাক্টরিতে রাশিয়ার সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে আর্মার্ড ভেহিকেলস নিগম লিমিটেড। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ইঞ্জিনের পাশাপাশি ট্যাঙ্কের মারণ ক্ষমতা ও নজরদারি ব্যবস্থাতেও বেশ কিছু বদল এনে আধুনিক করা হবে।

সেই সত্তরের থেকে ভারতের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত রয়েছে টি-৭২ ট্যাঙ্ক অজেয়। পরে রাশিয়ার থেকে আরও অত্যাধুনিক টি-৯০ ভীষ্ম কিনেছে ভারত। তবে ২০২০ সালে লাদাখের গালোয়ানে চিনের সঙ্গে সংঘাতের সময় 'অজেয়'তে বেশ কিছু খামতি ধরা পড়ে। এরপরই তৎপর হয় কেন্দ্র। সেই সময় লাদাখের মতো উঁচু জায়গায় প্রয়োজন পড়ে হালকা কোনও ট্যাঙ্কের। চিনা ট্যাঙ্কের মোকাবিলায় ভারতের কোনও ট্যাঙ্কই যুদ্ধের জন্য উপযুক্ত ছিল না। এবার টি-৭২-এর ইঞ্জিনের ক্ষমতা বাড়ানোয় অজেয়কে লাদাখেও ব্যবহার করা যাবে বলে দাবি সেনার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাশিয়ার থেকে কেনা ট্যাঙ্ক টি-৭২ (অজেয়)কে আরও অত্যাধুনিক করার পথে ভারত সরকার।
  • পুতিন সরকারের সঙ্গে নয়া চুক্তি সই করা হয়েছে বলে জানাল প্রতিরক্ষা মন্ত্রক।
  • ২১৫৭ কোটি টাকার এই চুক্তির মাধ্যমে টি-৭২ ট্যাঙ্কের পুরনো ইঞ্জিন বদলে তার ক্ষমতা আরও বাড়ানো হবে।
Advertisement