shono
Advertisement
India-US Helicopter Deal

পুতিনের সফরের আগেই ভারত-আমেরিকা চুক্তি! নৌবাহিনী পাবে ৭ হজার কোটির হেলিকপ্টার

২৪টি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারের জন্য একটি প্যাকেজ সই হয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 03:09 PM Dec 04, 2025Updated: 05:23 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। বিশেষত পাকিস্তানকে সায়েস্তা করা 'সুদর্শন চক্র' এস-৪০০ নিয়ে নয়া চুক্তির বিষয়ে কথা হবে বলে জানা গিয়েছে। এর আগেই ভারতের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা করেছে আমেরিকা।

Advertisement

জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারের জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (India-US Helicopter Deal) মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, সাত হাজার ৯৯৫ কোটি টাকার চুক্তি হয়েছে। পোস্টে বলা হয়েছে, 'ভারতের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে দারুন খবর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক লকহিড মার্টিনের তৈরি ২৪টি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারের জন্য একটি প্যাকেজ সই করেছে। ৯৪৬ মিলিয়ন ডলারের এই প্যাকেজ ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি করবে।'

ভারত মহাসাগর অঞ্চলে ভারতের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি, ভারতকে স্থানীয় অন্যান্য দেশের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ করতে, বিদেশী পরিষেবার উপর নির্ভরতা কমাতে এবং সামুদ্রিক অভিযানে হেলিকপ্টারগুলিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে সহায়তা করবে।

জানা গিয়েছে, পুতিনের ভারত সফরে বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে নতুন করে সহযোগিতার বিষয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ভারতীয় বিমান বাহিনীকে আরও দুই থেকে তিনটি এস-৪০০ সরবরাহের বিষয়ে প্রস্তাব করতে পারে মস্কো। এই বিষয়ে দিল্লি রাজি হলে রুশ সমরাস্ত্রে নির্ভরতা বাড়বে ভারতের। যদিও গত দশক থেকে রাশিয়ার অস্ত্র আমদানি অনেকাংশ কমেছে। অন্যতম কারণ মোদির আত্মনির্ভর ভারতে জোর।

ভারত ২০২০ সালে একটি বিদেশী সামরিক চুক্তিতে এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার কেনে। এখনও পর্যন্ত প্রায় ১৫টি হেলিকপ্টার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। ২০২১ সালে নৌবাহিনীতে প্রথমবার অন্তর্ভুক্ত করা হয়। প্রথম স্কোয়াড্রন, আইএনএএস ৩৩৪, কোচির আইএনএস গরুড়-এ কমিশন করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা করেছে আমেরিকা।
  • ভারতীয় নৌবাহিনীর এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারের জন্য চুক্তি।
  • এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
Advertisement