সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুনের হুমকি পেলেন লালুর ত্যাজ্যপুত্র তেজপ্রতাব যাদব। জনশক্তি জনতা দলের (জেজেডি) সভাপতি তেজ জানান, তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন।
তেজের অভিযোগ, তাঁর দলের বহিষ্কৃত জাতীয় মুখপাত্র সন্তোষ রেণু যাদব তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। বর্ধিত নিরাপত্তা চেয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরিকেও চিঠি লিখেছেন জেজেডি নেতা। শনিবার এ বিষয়ে সম্রাট বলেন, “হ্যাঁ, আমি তাঁর চিঠি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
সচিবালয় থানার এসএইচও গৌতম কুমার জানান, তেজপ্রতাপের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। আরজেডি প্রধান লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপের দাবি, রেণুকে জেজেডির জাতীয় মুখপাত্র নিযুক্ত করা হয়েছিল, কিন্তু পরে তিনি দলের আদর্শের বিরুদ্ধে কাজ শুরু করেন। তাই তাঁকে বহিষ্কার করা হয়। এর পরেই তেজ প্রতাপকে হুমকি দেওয়া শুরু হয়।
প্রসঙ্গত, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তার পরেই ‘জনশক্তি জনতা দল’ গঠন করেন তেজপ্রতাপ। গত বিধানসভা নির্বাচনে ২২টি আসনে প্রার্থী দিয়েছিল তাঁর দল। নিজের পুরনো কেন্দ্র মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তেজপ্রতাপ। কিন্তু হেরে যান।
