shono
Advertisement
Swami Sivananda Baba

যোগেই রোগমুক্তি! ১২৯ বছরে প্রয়াত দেশের প্রবীণতম 'যোগী' স্বামী শিবানন্দ বাবা

দেশ-বিদেশে অগণিত ভক্তের জন্য রবিবার দিনভর মরদেহ শায়িত থাকবে বেনারসের আশ্রমে।
Published By: Sucheta SenguptaPosted: 12:10 PM May 04, 2025Updated: 12:21 PM May 04, 2025

গৌতম ব্রহ্ম: প্রয়াত হলেন দেশের প্রবীণতম 'যোগী' বারাণসীর স্বামী শিবানন্দ বাবা। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বেনারস বিশ্ববিদ্যালয়ের হিন্দু স্যর সুন্দরলাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। হ্যাঁ, ১২৯ বছর। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ঠিক তিন বছর আগে, ১৮৯৬ সালের ৮ আগস্ট অবিভক্ত বাংলাদেশের সিলেটে জন্ম স্বামীজির। ২০২২ সালে ভারত সরকার তাঁকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করে। মৃত্যুর আগে পর্যন্ত লাঠি ছাড়াই হাঁটাচলা করতেন স্বামী শিবানন্দ বাবা। তাঁর ফিটনেস ছিল চমকপ্রদ। ২০১৯ সালে কলকাতার দুটি হাসপাতাল স্বামীজির স্বাস্থ্যপরীক্ষা করে সম্পূর্ণ ফিট বলে সার্টিফিকেট দিয়েছিল।

Advertisement

দেশ-বিদেশে বহু অনুগামী রয়েছে শিবানন্দ বাবার। তাঁদের জন্য রবিবার পর্যন্ত বেনারসের কবীরনগরে স্বামীজির আশ্রমে রাখা থাকবে তাঁর মরদেহ। বেনারস থেকে এদিন রাতে স্বামীজির মৃত্যুসংবাদ জানিয়েছেন তাঁর অন্যতম পরিষদ সঞ্জয় সর্বজ্ঞ। উল্লেখ্য, স্বামী শিবানন্দ শৈশবে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গেও সময় কাটিয়েছেন। তিনি বিশ্বাস করতেন এবং বলতেন, "আমি নেতাজির থেকে বয়সে বড়। আমি বেঁচে থাকলে নেতাজি কেন থাকবেন না?"

পরিমিত আহার, নিয়মিত যোগ ব্যায়াম ও নির্লোভ জীবন যাপন ছিল শতায়ু পেরনো সন্ন্যাসীর সুস্থসবল থাকার প্রেসক্রিপশন। ২০২২ সালে 'পদ্ম' সম্মান নেওয়ার সময় রাষ্ট্রপতি ভবনে তাঁর সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করার ভিডিওটি ভাইরাল হয়। শিবানন্দ বাবা সেই প্রসঙ্গে বলেছিলেন, সবার মধ্যেই তিনি শিবকে দর্শন করেন। তাই ওই সাষ্টাঙ্গে প্রণাম। এবার সেই শিবলোকেই পাড়ি দিলেন দেশের প্রবীণতম যোগী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২৯ বছর বয়সে প্রয়াত দেশের প্রবীণতম 'যোগী' বাবা শিবানন্দ স্বামী।
  • মৃত্যুর আগে পর্যন্ত তাঁর ফিটনেস ছিল চমকপ্রদ, লাঠি ছাড়াই হাঁটতেন।
Advertisement