সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনের মতো অফিসে এসে অভ্যাসমতো কমপিউটর অন করেছিলেন। কিন্তু তা চালু হওয়া মাত্র চমকে গেলেন। সাধারণ ডেস্কটপ ভেসে আসার বদলে ফুটে উঠল পাকিস্তানের পতাকা। সেই সঙ্গে লেখা, পাকিস্তান জিন্দাবাদ। গুজরাটের এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
[ এবার বিনামূল্যে অতিরিক্ত ১০০ জিবি ৪জি ডেটার অফার আনল Jio ]
ক’দিন আগেই ব়্যানসমওয়ার আতঙ্কে কাঁপছিল গোটা বিশ্ব। আমেরিকার সিকিউরিটি এজেন্সির বানানো সফটওয়্যার চুরি হয়ে কালঘাম ছুটিয়েছিল বিশ্ববাসীর। ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও তার প্রভাব পড়েছে। তবে এদিন সে ভাইরাসের আক্রমণ হয়নি। গুজরাটের সুরাটে শিক্ষা দপ্তরের এক অফিসারের কমপিউটরে হানা দিয়েছে পাক হ্যাকাররা। তার জেরেই এই বিপত্তি। কমপিউটর চালু হওয়া মাত্র ফুটে ওঠে পাকিস্তান জিন্দাবাদ কথাটি। সেই সঙ্গে দেওয়া বার্তাটিও বেশ বিপজ্জনক। নিরাপত্তা নিয়ে সাবধান করে দেওয়া হয়েছে, বলেই জানানো হয়েছে ওই সতর্কবার্তায়।
সাইবার বিষেশজ্ঞরা অবশ্য সহজেই কমপিউটরটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছেন। তার জন্য বেশি ভোগান্তি পোহাতে হয়নি। তবে সরকারি দপ্তরে কীভাবে পাক হ্যাকাররা পৌঁছে গেল, দপ্তরের সাইবার নিরাপত্তা কতখানি কড়া, তা খতিয়ে দেখা হচ্ছে।
[ কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি ]
The post কমপিউটর চালাতেই ভেসে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’, তাজ্জব সরকারি অফিসার appeared first on Sangbad Pratidin.