shono
Advertisement
Sashi Tharoor

শশীর দলত্যাগ জল্পনার মধ্যেই ইঙ্গিতবাহী পোস্ট রাহুলের, রোখা যাবে কংগ্রেসের ভাঙন?

শশীর দাবি, তিনিই কেরলে কংগ্রেসের জনপ্রিয়তম নেতা।
Published By: Anwesha AdhikaryPosted: 04:11 PM Mar 02, 2025Updated: 04:11 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাই হয়ে যাক না কেন, কেরল কংগ্রেস একজোট থাকবে। শশী থারুরের দলত্যাগ জল্পনার মধ্যেই সোশাল মিডিয়ায় এই বার্তা দিলেন রাহুল গান্ধী। রবিবার ইনস্টাগ্রামে তিনি একটি ছবি পোস্ট করেন। সেখানে কেরল কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে রয়েছেন থারুরও। ওই ছবির সঙ্গেই একতার বার্তা দিয়ে ক্যাপশন লিখেছেন রাহুল।

Advertisement

চলতি বছরের শেষে কেরলে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু শশী থারুরকে নিয়ে এখন চাপে কংগ্রেস। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের প্রশংসা করছিলেন কংগ্রেস সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে তাঁকে। সবমিলিয়ে শশী থারুর দলত্যাগ করবেন কিনা, সেই নিয়ে জোর চর্চা দেশের রাজনৈতিক মহলে। এই বিষয়টি নিয়ে কেরল কংগ্রেস তড়িঘড়ি বৈঠকেও বসেছে।

ডামাডোলের মধ্যেই ইনস্টাগ্রামে তাৎপর্যপূর্ণ বার্তা রাহুলের। কেরল কংগ্রেসের আট নেতা একসঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবি পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা। সঙ্গে ক্যাপশন লিখেছেন, 'ওঁরা একজোট আছেন। আগামী দিনের কথা ভেবেই একসঙ্গে কাজ করবেন।' রাহুলের এই পোস্টের পর জল্পনা, তাহলে কি কংগ্রেসের সঙ্গে শশীর দূরত্ব মিটেছে? নির্বাচনে সময়ে বা তার পরে কি হাত শিবিরে গুরুত্ব বাড়বে তাঁর?

এই মুহূর্তে কেরলের কংগ্রেস নেতাদের মধ্যে সঙ্গে রীতিমতো বাদানুবাদ চলছে শশী থারুরের। আসলে শশী মনে করছেন, এই মুহূর্তে কেরলে কংগ্রেস নেতৃত্বহীনতায় ভুগছে। সেকারণেই শেষদফায় বামেদের ক্ষমতাচ্যুত করা যায়নি। এমনকী শশীর এও দাবি, যে তিনিই কেরলে কংগ্রেসের জনপ্রিয়তম নেতা। কংগ্রেসি ভাবধারার বাইরের বহু মানুষের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা আছে। যা নিয়ে কেরল কংগ্রেসে রীতিমতো টানাপড়েন শুরু হয়। সেই সমস্যা মেটাতেই কি সোশাল মিডিয়ায় বার্তা দিলেন রাহুল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরের শেষে কেরলে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
  • কেরল কংগ্রেসের আট নেতা একসঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবি পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা।
  • শশী মনে করছেন, এই মুহূর্তে কেরলে কংগ্রেস নেতৃত্বহীনতায় ভুগছে।
Advertisement