shono
Advertisement
Lok Sabha

'এদেশ কি মুসলিমদের নয়?', গণপিটুনিতে নিহত সাবিরের প্রসঙ্গ তুলে সংসদে প্রশ্ন প্রতিমা মণ্ডলের

বৃহস্পতিবার সংসদে জিরো আওয়ারে সাবির মল্লিকের প্রসঙ্গ উত্থাপন করলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল।
Published By: Sucheta SenguptaPosted: 10:11 PM Mar 27, 2025Updated: 10:16 PM Mar 27, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: গোমাংস নিয়ে যাচ্ছেন, স্রেফ এই সন্দেহে হরিয়ানায় খুন হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার যুবক সাবির মল্লিক। জয়নগরের পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। বছর খানেক আগেকার সেই প্রসঙ্গ বৃহস্পতিবার সংসদে উত্থাপন করলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। লোকসভায় জিরো আওয়ারে তাঁকে এক মিনিট সময় দেওয়া হয়েছিল। সেখানে সাবির মল্লিক নিয়ে সংক্ষিপ্ত ভাষণের পর চেয়ারম্যানের উদ্দেশে সাংসদ প্রশ্ন করেন, ''এদেশ কি তবে মুসলিমদের নয়?''

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা ছিলেন সাবির মল্লিক। কর্মসূত্রে থাকতেন হরিয়ানায়। গত বছরের আগস্টে হরিয়ানাতেই তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সাবির সঙ্গে গোমাংস নিয়ে যাচ্ছিলেন, এই সন্দেহে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ তুলে গর্জে উঠেছিল তৃণমূল। নিন্দা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাবিরের স্ত্রীকে ডেকে সরকারের তরফে চাকরি দেওয়া হয়। পরিবারকে আর্থিক সাহায্যও করে রাজ্য সরকার।

বৃহস্পতিবার লোকসভার জিরো আওয়ারে সেই সাবির খুনের প্রসঙ্গ তোলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তাঁর বক্তব্য, ''আমার সংসদীয় এলাকা বাসন্তীর বাসিন্দা সাবির মল্লিককে হরিয়ানায় খুন করা হয়। তিনি গোমাংস নিয়ে যাচ্ছেন, এই সন্দেহে। সাবির একজন পরিযায়ী শ্রমিক, হরিয়ানায় তিনি কাজের সূত্রে থাকতেন। সেখানেই খুন হতে হয়। সেই বিষয়টা নিয়ে হরিয়ানা সরকার বা কেন্দ্র একবিন্দু দুঃখপ্রকাশ করেনি। কেন? এই দেশটা কি মুসলিমদের নয়? শুধুমাত্র সন্দেহ করে একজন সংখ্যালঘুকেই খুন করা হল?'' এরপর অবশ্য তাঁকে থামিয়ে দেন লোকসভার স্পিকারের চেয়ারে থাকা কৃষ্ণপ্রসাদ তেনেত্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভার জিরো আওয়ারে সাবির মল্লিকের খুন নিয়ে সরব তৃণমূল সাংসদ।
  • 'এদেশ কি মুসলিমদের নয়?', প্রশ্ন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের।
Advertisement