shono
Advertisement

লাগাতার হারে বাড়ছে চাপ, ফেরান্দোর কাছে জবাবদিহি চাইল মোহনবাগান

কেরালার বিরুদ্ধে জয় ছাড়া উপায় নেই।
Posted: 08:30 PM Dec 24, 2023Updated: 08:30 PM Dec 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান (Mohun Bagan) থেকে কি জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) বিদায় আসন্ন? চলতি আইএসএলে (ISL 10) মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) পর ঘরের মাঠে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে হার। স্প্যানিশ কোচের কাছে মৌখিক ভাবে জবাবদিহি চাইল মোহনবাগান। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

Advertisement

পরপর দুই ম্যাচে হারের পর বেশ সমস্যায় মোহনবাগান। বেশ চাপে ফেরান্দো। ৭০ কোটির দল নিয়েও এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর থেকেই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাঁর উপর বেশ ক্ষুব্ধ ছিল। এরপর আইএসএল-এ অপরাজিত থাকায় কিছুটা হলেও হালে পানি পেয়েছিলেন স্প্যানিশ কোচ। তবে এবার মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর বেশ বেকায়দায় গতবারের আইএসএল জয়ী কোচ।

[আরও পড়ুন: বক্সিং ডে-তে বড় চ্যালেঞ্জ ভারতের, ১৭ বছর আগের স্মৃতিতে ডুব দ্রাবিড়ের]

কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ২৭ ডিসেম্বরের ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে। কারণ পরপর দুই ম্যাচ হারায় চার নম্বরে চলে এসেছে। এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল এএফসি কাপ, সুপার কাপ জেতার পাশাপাশি আইএসএল-এর লিগ শিল্ড জেতা। চ্যাম্পিয়ন হলেও যা এখনও অধরাই থেকে গিয়েছে সবুজ-মেরুনের। চার নম্বরে নেমে যাওয়ায় সেই আশাও কিছুটা ধাক্কা খেয়েছে। ফলে কেরলকে হারাতে না পারলে সমস্যা বাড়বে জুয়ানের। শোনা যাচ্ছে সেইজন্য কোচের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।

ঘরের মাঠে এমন হারের জন্য স্বাভাবিকভাবেই হতাশ সমর্থকরা। হতাশ কোচ ফেরান্দো নিজেও। তিনি ম্যাচ শেষে বলে গেলেন, “সমর্থকরা হতাশ হওয়াটা স্বাভাবিক। আমি নিজেও হতাশ।” যদিও ব্যর্থতার জন্য চোট আঘাতকেই দায়ী করছেন মোহনবাগান কোচ। তাঁর বক্তব্য, “আমরা খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। দলে অনেক চোট আঘাত সমস্যা রয়েছে। সমর্থকদের বলব, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকুন।”

তবে ফেরান্দোর কঠিন সময় এখনই কাটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। দিন চারেক বাদেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ। তার আগে চোট আঘাত সমস্যা কমার বদলে উলটে বেড়েছে। শনিবার ৭৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রেন্ডন হ্যামিল (Brandon Hamil)। তার পর বাকি ম্যাচ মোহনবাগান খেলে ১০ জনে। পরের ম্যাচেও হ্যামিলকে পাওয়া যাবে কিনা, সংশয় রয়েছে।

[আরও পড়ুন: বক্সিং ডে টেস্টের আগে ব্যাটিং সাধনায় মগ্ন বিরাট, স্বস্তিতে রোহিতের টিম ইন্ডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement