shono
Advertisement

Breaking News

নজির গড়ল কেরল, CAA বিরোধী প্রস্তাবে একযোগে সমর্থন শাসক ও বিরোধী শিবিরের

দেশের প্রথম রাজ্য হিসেবে বিধানসভায় CAA িবরোধী প্রস্তাব পাশ করাল বাম শাসিত কেরল। The post নজির গড়ল কেরল, CAA বিরোধী প্রস্তাবে একযোগে সমর্থন শাসক ও বিরোধী শিবিরের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:06 PM Dec 31, 2019Updated: 04:07 PM Dec 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধিতায় নজির গড়ল কেরল। দেশের প্রথম রাজ্য হিসেবে বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাশ করাল কেরল বিধানসভা। মঙ্গলবার রাজ্য বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবটি পেশ করেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। মুখ্যমন্ত্রীর আনা প্রস্তাবে একযোগে সমর্থন করে বিরোধীরাও। একমাত্র বিজেপি বিধায়ক রাজাগোপাল ছাড়া বাকি সকলেই মুখ্যমন্ত্রীর আনা প্রস্তাবকে সমর্থন করেন।

Advertisement


মঙ্গলবার কেরল বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়। মূলত তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণের মেয়াদ আরও এক দশক বাড়ানোর জন্য এদিন বিশেষ অধিবেশন ডাকা হয়। সিএএ বিরোধিতার প্রয়োজনীয়তা অনুধাবন করে এই একদিনের অধিবেশনেই পাশ পেশ করা হয় প্রস্তাব। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী এই প্রস্তাবটি পেশ করেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

[আরও পড়ুন: মহারাষ্ট্রের মহাজোটে অশান্তি! মন্ত্রিত্ব না পেয়ে ক্ষুব্ধ বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক]

প্রস্তাব পেশের সময় তিনি বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন দেশের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। এইভাবে ধর্মের ভিত্তিতে আইন তৈরি করলে তা গোটা দেশের ভাবমূর্তির জন্য বড়সড় ধাক্কা হবে। আইনটি সংবিধানের মূল ধারণাকেই খণ্ডন করছে। সাধারণ মানুষের মনোভাব বুঝে কেন্দ্রের উচিত এখনই এই আইন প্রত্যাহার করা।” পিনারাইয়ের বক্তব্যের পরই ভোটাভুটিতে পাশ হয়ে যায় এই রেজোলিউশন। এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী একাধিক সিদ্ধান্ত নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। এনআরসিতে আপত্তি জানানোর পাশাপাশি রাজ্যে এনপিআরের কারও পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

[আরও পড়ুন: চিন ও পাকিস্তানকে রুখতে নয়া ছক! অবসরের দিনেই ইঙ্গিত বিপিন রাওয়াতের ]

দেশজুড়ে বিরোধীরা মোদি সরকারের আনা নতুন আইনের (Citizenship Amendment Act) বিরোধিতা করে চলেছে। তবে, কেরলে এই বিক্ষোভের মাত্রা একটু বেশিই। কারণ, একমাত্রে কেরলেই শাসক ও বিরোধী দুই শিবির একযোগে নতুন আইনটির বিরোধিতা করছে। এর আগে মুখ্যমন্ত্রী বিজয়ন সিএএ-র বিরুদ্ধে একটি ধরনার আয়োজন করেন। সেখানেও উপস্থিত ছিলেন বিরোধী ইউডিএফের নেতারা।

The post নজির গড়ল কেরল, CAA বিরোধী প্রস্তাবে একযোগে সমর্থন শাসক ও বিরোধী শিবিরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement