shono
Advertisement

এবার Whatsapp নিয়ে এল দুর্দান্ত এই ফিচার

কী এই নতুন ফিচার? The post এবার Whatsapp নিয়ে এল দুর্দান্ত এই ফিচার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Feb 01, 2017Updated: 12:10 PM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন একটি ফিচার নিয়ে এল জনপ্রিয় মেসেজিং পরিষেবা প্রদানকারী হোয়াটসঅ্যাপ৷ ফেসবুক অধীনস্থ এই সংস্থা এখন নিয়ে এল ‘লাইভ লোকেশন ট্র্যাকিং’৷ হোয়াটসঅ্যাপ ইউজাররা এখন থেকে তাঁর কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্যান্য ইউজারদের ‘লোকেশন’ জানতে ও নিজের অবস্থান পাঠাতেও পারবেন৷

Advertisement

এমনকী, কোনও হোয়াটসঅ্যাপ ইউজার তাঁর কন্ট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের লাইভ লোকেশনও ট্র্যাক করতে পারবেন৷ নিজের লোকেশন ‘অন’ করে রেখে অন্যান্যদের মেসেজ পাঠালেই আপনার লোকেশন আপনার বন্ধুদের কাছে পৌঁছে যাবে৷ প্রতি এক, দুই ও পাঁচ মিনিট অন্তর ইউজাররা অন্য ইউজারদের ‘রিয়েল টাইম’ লোকেশন জানতে পারবেন৷

(WhatsApp-এ যুক্ত হচ্ছে ১০ নয়া ফিচার)

এতদিন হোয়াটসঅ্যাপে অন্য ইউজারদের ম্যানুয়ালি ‘লোকেশন’ পাঠানো যেত৷ কিন্তু রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং সম্পূর্ণ অন্য জিনিস৷ এর ফলে কারও অবস্থান গোপন থাকবে না৷ মনে করা হচ্ছে, এই লোকেশন ট্র্যাকিং ‘অফ’ করে রাখার সুযোগ থাকবে না৷

আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএস, দু’টি প্ল্যাটফর্মেই হোয়াটসঅ্যাপ এই নতুন বেটা ভার্সন লঞ্চ করেছে৷ দ্রুতই প্রত্যেকের মোবাইলে এই নতুন সুবিধা যুক্ত হবে৷ তবে ঠিক কবে থেকে হোয়াটসঅ্যাপে লাইভ ট্র্যাকিং ফিচার যুক্ত হবে সেটা এখনও জানায়নি সংস্থাটি৷

(WhatsApp নিয়ে এক ডজন অজানা অথচ মজাদার তথ্য!)

The post এবার Whatsapp নিয়ে এল দুর্দান্ত এই ফিচার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement