shono
Advertisement

স্কিনটোন অনুযায়ী বেছে নিন লিপস্টিকের রং

রইল টিপস৷ The post স্কিনটোন অনুযায়ী বেছে নিন লিপস্টিকের রং appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Aug 01, 2018Updated: 07:37 PM Aug 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিপস্টিকের প্রতি ভালবাসা নেই, এমন মহিলার সংখ্যা নেহাতই কম৷ কিন্তু ইচ্ছা হল আর বাজার চলতি যে কোনও রঙের লিপস্টিক পরে ফেললেই হবে না৷ হয় তো দেখা যাবে যেকোনও লিপস্টিকের রংয়ের ঠোঁট আঁকতে গিয়ে আপনার সাজগোজই ভেস্তে গেল৷ ঠোঁটের জাদুতে মন ভোলাতে চাইলে স্কিন টোন অনুযায়ী বেছে নিন লিপস্টিকের রঙ৷

Advertisement

[শুধু হাত বা পা নয়, বর্ষার রূপচর্চায় খেয়াল রাখুন নখেরও]

উজ্জ্বল শ্যামবর্ণ: উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারিণী হলে লিপস্টিকের রংয়ের বিষয়ে আপনি সাহসী হয়ে উঠতেই পারেন৷ ভাবনাচিন্তা না করেই বেছে নিতেন যেকোনও রং৷ সকালের অনুষ্ঠানে জন্য গোলাপি লিপস্টিক আদর্শ৷ বিকেলের কোনও অনুষ্ঠানের জন্য লালের যে কোনও শেড বেছে নিতেই পারেন আপনি৷   

[ক্রমশ বুড়িয়ে যাচ্ছেন? ত্বকের বলিরেখা দূর করুন সহজ উপায়ে]

শ্যামবর্ণ: কোনও অনুষ্ঠানে যাওয়ার সময় পোশাকের রং অনুযায়ী লিপস্টিক বেছে নেওয়াই ভাল৷ শ্যামবর্ণের মহিলাদের জন্য কমলার যে কোনও শেডে ঠোঁট রাঙাতেই পারেন আপনি৷ আপনার ইচ্ছানুযায়ী ক্রিমি, ম্যাট অথবা গ্লসি যেকোন লিপস্টিক পরে হয়ে উঠতেই পারেন অপরূপা৷

কৃষ্ণবর্ণ: গায়ের রং কালো নিয়ে খুঁতখুঁতুনি রয়েছে অনেকেরই৷ গায়ের রং নিয়ে ভাবনাচিন্তা না করে বরং মন দিন ঠোঁট রাঙানোর কাজে৷ গোলাপি অথবা মেরুন রঙে সাজিয়ে তুলুন নিজের ঠোঁট৷ ম্যাট শেড হলে বেছে নিতে পারেন যেকোনও লিপস্টিকই৷  

[সুস্থ থাকুন শরীরচর্চায়, প্লাঙ্ক দেবে ফিট অ্যান্ড শেপড বডি]

 

 

[মুখের দাগ মেটাতে এই ঘরোয়া টোটকা ব্যবহার করেছেন?]

লাল শেডের লিপস্টিক: লাল লিপস্টিক পছন্দ করেন বেশিরভাগ মহিলাই৷ প্রায় সবার কালেকশনেই থাকে লাল লিপস্টিক৷ আপনার স্কিনটোন যাই হোক না কেন, ফরসা হোন বা কালো, ঠোঁট রাঙিয়ে তুলতেই পারেন লালের ছোঁয়ায়৷

ওয়াইল্ড বেরি: কালো হোন বা ফরসা, তাতে কি যায় আসে? পছন্দ হলে অনায়াসেই হাত বাড়াতেই পারেন ওয়াইল্ড বেরি শেডের লিপস্টিকের দিকে৷ কে বলতে পারে, ওয়াইল্ড বেরি ঠোঁটই হয়তো কেড়ে নিতে পারে হাজারও চোখের ঘুম৷  

[সামনেই বিয়ে, ফিগার ঠিক রাখতে এগুলো করেছেন কি?]

 

 

The post স্কিনটোন অনুযায়ী বেছে নিন লিপস্টিকের রং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement