shono
Advertisement

ফের অগ্নিগর্ভ সন্দেশখালির সেই বেড়মজুর, ISF কর্মীদের বেধড়ক ‘মার’ তৃণমূলের শাহজাহানের!

কী বলছেন শাহজাহান?
Posted: 03:45 PM Mar 29, 2024Updated: 07:27 PM Mar 29, 2024

গোবিন্দ রায়, বসিরহাট: সন্দেশখালি (Sandeshkhali) রয়েছে সন্দেশখালিতেই। শেখ শাহজাহান জেলবন্দি, তা সত্ত্বেও অশান্তি, সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। হাতাহাতিতে জড়াল তৃণমূল-আইএসএফ। উঠে এল ছোট শাহজাহানের নাম!

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে বসিরহাট লোকসভার সন্দেশখালি থানার বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএএফ কর্মী-সমর্থকরা পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, বিষয়টা নজরে পড়তেই স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান মোল্লা তাঁর দলবল নিয়ে হামলা চালায় ওই আইএসএফ কর্মী-সমর্থকদের উপর। দু’পক্ষের অশান্তি চরমে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে সরবেড়িয়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

[আরও পড়ুন : বেআইনি নির্মাণ রুখতে অনলাইন ডেটাবেস কলকাতা পুলিশের, ১৫ দিন অন্তর রিপোর্ট তলব লালবাজারের]

এদিকে বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা বুথ এলাকায় সিপিএম কর্মী হাকাম মোল্লাকেও পতাকা লাগানোর অপরাধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাহজাহান মোল্লার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পথে নামে সিপিএম। এবিষয়ে সিপিএমের নিরাপদ সর্দার বলেন, “আমরা আগেই বলেছিলেন বিভিন্ন দ্বীপে একাধিক শাহজাহান রয়েছে। এদিন সেরকমই একজন হামলা চালিয়েছে।” এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা দাবি করেন, “গোটা ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই।” একই দাবি শাহজাহান মোল্লার। এদিন তিনি দাবি করেন, তাঁদের ফাঁসানো হচ্ছে। প্রসঙ্গত, এক শাহজাহানের দাপটে কার্যত নাজেহাল হয়ে গিয়েছিল সন্দেশখালির মানুষ। অবশেষে প্রকাশ্যে মুখ খোলেন তাঁরা। ক্ষোভে ফেটে পড়েন। গ্রেপ্তার করা হয় শাহজাহানকে। তিনি জেলে গেলেও তাঁর শাগরেদদের দাপট কমছে না এলাকায়। 

[আরও পড়ুন : বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিচারপতি, মাঝপথেই ফোন মেয়রের, কী বললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার