shono
Advertisement
Whale

তিমির পেটে গিয়েও বেঁচে গেল যুবক! অবিশ্বাস্য কাণ্ড চিলিতে, ব্যাপারটা কী?

চিলির প্যাটাগোনিয়া অঞ্চলের বরফশীতল জলে অ্যাডভেঞ্চার করতে গিয়ে এমনই রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হলেন বাবা-ছেলে।
Published By: Sucheta SenguptaPosted: 02:16 PM Feb 15, 2025Updated: 02:19 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাল হাঁ করে যুবককে গিলেও উগরে দিল তিমি! সম্প্রতি এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চিলির উপকূলে। চিলির প্যাটাগোনিয়া অঞ্চলের বরফশীতল জলে অ্যাডভেঞ্চারের টানে নৌকাবিহার করছিলেন বাবা-ছেলে। আচমকা একটি বিশাল হাম্পব্যাক তিমি এসে ছেলেটিকে গিলে ফেলে। কিন্তু পরক্ষণেই আবার উগরে দেয় তাঁকে। এমন ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন পিতাপুত্র। সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল।'

Advertisement

ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, তা খানিকটা এরকম - হ্যাম্পব্যাক তিমির পেটে চলে যাওয়া ২৪ বছর বয়সি ছেলেটির নাম অ্যাড্রিয়ান সিমানকাস। তাঁর বাবার নাম ডেল। ঘটনার এক ভিডিওতে দেখা যায়, অ্যাড্রিয়ানের বাবা ডেল যখন ঢেউয়ের ভিডিও করছিলেন, তখনই আচমকা বিশাল এক তিমি উঠে আসে তাঁর কাছে। মুহূর্তেই তিমিটি অ্যাড্রিয়ানকে তাঁর নৌকা-সহ মুখের ভিতরে টেনে নেয়! তবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায়, তাঁকে আবার বের করে দিয়েছে তিমিটি। অ্যাড্রিয়ানের কথায়, ''আমি অনুভব করলাম যেন একটা বিশাল অন্ধকার গহ্বর আমাকে ঢেকে ফেলল। আমার নাকেমুখে ও শরীরে কেমন একটা পিচ্ছিল অনুভূতি হল। মনে হল, আমি বোধহয় আর বাঁচব না!'' কিন্তু ভাগ্যক্রমে তিমিটি কয়েক সেকেন্ড পরই তাঁকে ছেড়ে দেয় এবং অ্যাড্রিয়ানও তাঁর লাইফ জ্যাকেটের সাহায্যে জলের উপরে ভেসে ওঠেন। পরে তিমিও তাঁকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়।

তিমির এহেন কীর্তির ব্যাখ্যা দিয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ বিজ্ঞানী ভেনেসা পিরোত্তা। তিনি জানান, হাম্পব্যাক তিমিরা মানুষের মতো বড় কিছু খাওয়ার জন্য তৈরি হয়নি। এটি আসলে লাং-ফিডিং করছিল। যার অর্থ, তারা একবারে প্রচুর পরিমাণে জলের সঙ্গে মাছ গিলে ফেলে। সেই সময়েই নৌকা ও যুবক তার নাগালে হঠাৎ চলে আসায় সে ভুলবশত গিলে ফেলে। কিন্তু বুঝতে পেরেই ছেড়ে দেয়।

তিমি কি মানুষকে গিলে ফেলতে পারে? এমন প্রশ্নের জবাবে ভেনেসার জবাব, ''না। তিমিদের ঘাড়ের গঠন ও সরু খাদ্যনালি মানুষের মতো বড় কিছু গেলার উপযোগী নয়। তাই এটি নিছক দুর্ঘটনা ছিল।'' এমন একটি দুর্ঘটনার পরও অ্যাড্রিয়ান ও তাঁর বাবা ডেল ফের নৌকাবিহারে যাবেন কি না জানতে চাইলে তাঁরা দুজনেই একসঙ্গে হেসে বলেন, ''হ্যাঁ, অবশ্যই!'' তবে এটিই প্রথমবার নয়। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকায় এক ডুবুরিকে একইভাবে গিলে ফেলে একটি তিমি। তবে কয়েক সেকেন্ড পরই তাঁকে উগরে দেয়। বিশ্বজুড়ে বিরল হলেও এ ধরনের ঘটনা সামুদ্রিক পরিবেশে মাঝেমধ্যে ঘটে থাকে। তবে চিলির এই ঘটনাটি বৈজ্ঞানিক গবেষণার জন্য এক বড় রহস্য হয়ে উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাডভেঞ্চারের টানে নৌকাবিহারে গিয়ে রোমহর্ষক অভিজ্ঞতা বাবা-ছেলের।
  • ছেলেকে টেনে নিয়ে গেল বিশাল হ্যাম্পব্যাক তিমি, পরক্ষণেই উগরে দিল!
Advertisement