shono
Advertisement
Delhi Metro

'৫০ বছরের মতো দেখতে', চিপস খাওয়া কুড়ির যুবতীকে স্থূলতা নিয়ে কটাক্ষ, ভাইরাল দিল্লির মেট্রোর ভিডিও

তাঁদের ঝগড়ায় কান পাতা দায় হয় অন্য যাত্রীদের।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:54 PM Feb 26, 2025Updated: 09:03 PM Feb 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রোয় উঠেছিলেন। এক কোণায় দাঁড়িয়ে নিজের মনে চিপস খাচ্ছিলেন। এই দেখে অন্য এক মহিলা হঠাৎই তাঁকে 'মোটা' বলে কটাক্ষ করতে শুরু করেন। বলতে থাকেন, 'দেখো নিজেকে, দেখে মনে হয় ৫০ বছরের'। এনিয়েই তুমুল অশান্তি দিল্লি মেট্রোতে। তাঁদের ঝগড়ায় কান পাতা দায় হয় অন্য যাত্রীদের। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও।

Advertisement

জানা গিয়েছে, স্থূলতার কারণে কটাক্ষের শিকার হওয়া যুবতীর বয়স ২০ বছর। আর যিনি কটাক্ষ করছেন তাঁর বয়স ৪২। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা আসনে বসা অন্যান্যদের সঙ্গে যুবতীর চেহারা নিয়ে আলোচনা করছেন। কে কত ফিট সেনিয়ে চর্চা করছেন। ৪২ বছর বয়সেও তিনি কতটা সুস্থ-সবল তাই প্রমাণ করার চেষ্টা করছিলেন ওই মহিলা। এমন চেহারা নিয়েও এত চিপস খাওয়া উচিত নয় বলেও কটাক্ষ করেন।

তখনই ওই মহিলার মন্তব্য নিয়ে বিরোধিতা করেন অন্যান্য যাত্রীরা। ব্যাস সেনিয়ে তাঁদের সঙ্গে তুমুল ঝগড়া শুরু করেন ওই মহিলা। যুবতীর হয়ে কয়েকজন এগিয়ে এলে তাঁদেরও কটাক্ষ করতে ছাড়েননি ওই মহিলা। এই ভিডিও দেখে অনেক নেটিজেনরাই সোশাল মিডিয়ায় লেখেন, 'ওই মহিলা নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেলেছেন। কোথায়, কীভাবে কথা বলবেন জানেন না।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেট্রোয় উঠেছিলেন। এক কোণায় দাঁড়িয়ে নিজের মনে চিপস খাচ্ছিলেন।
  • এই দেখে অন্য এক মহিলা হঠাৎই তাঁকে 'মোটা' বলে কটাক্ষ করতে শুরু করেন।
  • এনিয়েই তুমুল অশান্তি দিল্লি মেট্রোতে।
Advertisement