সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল গরম। দাবদাহে পুড়ছে গোটা দেশ। তবু পেটের দায়ে কাজে বেরতে হয়েছে। সেই রোজগারের চেষ্টা করতে গিয়েই বড়সড় বিপদ। চুরি করে ঝোলাভর্তি জিনিস নেওয়া তো দূর, সটান ঘুমিয়ে পড়ল চোর! শেষ পর্যন্ত পুলিশের ডাকে ভাঙল সুখনিদ্রা। কিন্তু ততক্ষণে চোর বাবাজির সুখের জীবনে ইতি।
ব্যাপারটা ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। রবিবার লখনউয়ের (Lucknow) এক ব্যক্তির বাড়ির ঘটনা শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। জানা গিয়েছে, রবিবার ভোরবেলা সুনীল পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে চোর ঢুকেছিল। সেই সময় সুনীল বা অন্য কেউ বাড়িতে ছিলেন না। সকলে গিয়েছিলেন বারাণসীতে। সেই সুযোগেই সদর দরজা ভেঙে ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর।
[আরও পড়ুন: ‘রিফর্ম-পারফর্ম-ট্রান্সফর্ম’, ধ্যান শেষে উন্নত ভারতের কোন রূপরেখা আঁকলেন মোদি?]
গরমের মধ্যে এত পরিশ্রম করে চোরের অবস্থা কাহিল। ঘরে ঢুকে সামনেই এসির দেখা পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছিল চোর। বালিশে মাথা রেখে, এসি চালিয়ে মেঝেতেই লাগিয়ে দিল দিব্যি ঘুম। কিন্তু গণ্ডগোল বাঁধল পরদিন সকালে। দরজা ভাঙা দেখে প্রতিবেশীরা ফোন করেন সুনীলকে। তিনিই স্থানীয় পুলিশকে পুরো ঘটনাটি জানান। খবর পেয়েই সুনীলের বাড়িতে হাজির হয় পুলিশবাহিনী।
কিন্তু বাড়িতে ঢুকে হতবাক পুলিশও। ঘরে ঢুকে পুলিশকর্তা দেখেন, হাতে মোবাইল নিয়ে এসি চালিয়ে দিব্যি ঘুমোচ্ছে চোর। ঘরে পুলিশ ঢুকলেও তার ঘুম এতটুকু ব্যাহত হয়নি। নর্থ জনের ডিসিপি আর বিজয় শঙ্কর জানান, মত্ত অবস্থায় চুরি করতে ঢুকেছিল চোর। কিন্তু জিনিসপত্র হাতানোর বদলে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। আপাতত তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।