সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের মোট আয় ঘোষণা করল শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেড। জানিয়ে দিল বর্তমান মোট আয়ের অঙ্ক ২ হাজার ৯৪০ কোটি ৭০ লক্ষ টাকা। প্রসঙ্গত, গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই অঙ্ক ছিল ৩ হাজার ৮৫ কোটি ২০ লক্ষ টাকা। যা সামান্য কমল এবার।
সংস্থার তরফে জানানো হয়েছে কর দেওয়ার আগে এই ত্রৈমাসিকে লভ্যাংশের পরিমাণ ১৩৩ কোটি ৪০ লক্ষ টাকা। যা গত বারের দ্বিতীয় ত্রৈমাসিকে ছিল ১৩৯ কোটি ৯৫ লক্ষ টাকা। কর দেওয়ার পরে বর্তমান ত্রৈমাসিকে তা দাঁড়াল ৪৮১ কোটি ৯৭ লক্ষ টাকা। যা গতবার ছিল ১১০ কোটি ৯১ লক্ষ টাকা।
[আরও পড়ুন: গাজায় কি উপনিবেশ স্থাপনের পথে ইজরায়েল? অবস্থান স্পষ্ট করলেন ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু]
প্রসঙ্গত, এই সংস্থার সদর দপ্তর কলকাতায়। ধাতু নির্মাতা সংস্থাগুলির মধ্যে তা দেশের অগ্রণী সংস্থাগুলির মধ্যে অন্যতম।