Advertisement
রাহানে থেকে ভুবনেশ্বর, পূজারার মতো অবসরের পথে যে ভারতীয় তারকারা!
টেস্ট থেকে বিদায় নেবেন মহম্মদ শামিও?
সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলি, রোহিত শর্মারা চলতি বছরেই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার মধ্যে পূজারার অবসর ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে ধাক্কা। তবে চলতি বছর আরও ৫ ক্রিকেটার অবসর নিতে পারেন।
এই তালিকায় সবার আগে আসতে পারে অজিঙ্ক রাহানের নাম। পূজারার পাশাপাশি ভারতের টেস্ট দলের ভরসা ছিলেন রাহানে। কিন্তু দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্ম বা আইপিএলে নাইট রাইডার্সের অধিনায়ক হলেও তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
২০১১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় রাহানের। দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৩-র জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহানে। সম্প্রতি দলীপ ট্রফির দল থেকেও বাদ পড়েছেন।
অবসর নিতে পারেন তারকা পেসার ইশান্ত শর্মা। ১০৫টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৩১১। অন্যদিকে ৮০টি ওয়ানডেতে পেয়েছেন ১১৫টি উইকেট। তবে ৩৬ বছর বয়সি পেসার ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে।
পূজারার পথ নিতে পারেন উমেশ যাদবও। ৩৭ বছর বয়সি পেসার ভারতের হয়ে ৫৭টি টেস্ট ও ৭৫টি ওয়ানডে খেলেছেন। দেশের হয়ে শেষ খেলেছেন ২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
জাতীয় দলে 'ব্রাত্য' ভুবনেশ্বর কুমারও। ২০১২-তে অভিষেকের পর ভারতে হয়ে খেলেছেন ২১টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি। তবে শেষবার ২০২২ সালে দেশের জার্সি গায়ে চাপিয়েছেন সুইং কিং।
টেস্ট অবসরের তালিকায় কি নাম লেখাতে পারেন মহম্মদ শামিও? ভারতের হয়ে ওয়ানডেতে নিয়মিত তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছেন। কিন্তু দেশের জার্সিতে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। সাম্প্রতিক সময়ে চোট-আঘাতের সমস্যাতেও ভুগছেন ৬৪টি টেস্ট ও ১০৮টি ওয়ানডে খেলা শামি। সেক্ষেত্রে কি লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন তিনি?
Published By: Arpan DasPosted: 03:12 PM Aug 26, 2025Updated: 03:12 PM Aug 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
