Advertisement
আড়ালে কেউ আপনাদের দেখছে না তো? হোটেল রুমে ঢুকেই খেয়াল করুন এই বিষয়গুলি
গোপন ক্যামেরা খুঁজে পাওয়ার একাধিক উপায় রয়েছে।
ভ্রমণে গিয়ে নিশ্চিন্তে ছুটি কাটানোই তো আমাদের মূল লক্ষ্য, তাই না? কিন্তু আজকাল আরাম আর সাশ্রয়ের খোঁজে আমরা হোটেল বুকিং করার সময় অজান্তেই একটা বড় ঝুঁকি নিয়ে ফেলি। বহু অসাধুচক্র আপনার-আমার ব্যক্তিগত মুহূর্তগুলো আমাদের অজান্তেই ক্যামেরাবন্দি করে নিচ্ছে। অথচ আমরা বেমালুম এসব কিছু না জেনেই নিজেদের মূল্যবান প্রাইভেসি বিকিয়ে ফেলছি। সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলেই আপনি এই বিপদের হাত থেকে বাঁচতে পারবেন। চলুন, জেনে নেওয়া যাক ৯টি অব্যর্থ টিপস।
ঘরে ঢুকে সব আলো নিভিয়ে দিন। এবার আপনার মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে ঘরের চারদিকে ভালোভাবে স্ক্যান করুন। বিশেষ করে দেওয়াল, সকেট, ভেন্টিলেটর, বাথরুম, আয়না, এমনকী স্মোক ডিটেক্টর বা অ্যালার্মের দিকে নজর দিন। ক্যামেরার লেন্স টর্চের আলোয় চকচক করে উঠবে।
বাথরুম বা ঘরের দেওয়ালে যদি কোনও আয়না থাকে, তাতে আপনার আঙুল রাখুন। যদি আপনার আঙুলের প্রতিবিম্বের সঙ্গে কোনও ফাঁক না থাকে, অর্থাৎ আঙুল ও প্রতিবিম্ব একেবারে একসঙ্গে লেগে থাকে, তাহলে বুঝবেন সেটি একটি টু-ওয়ে মিরর। এর অপর পাশে ক্যামেরা লুকানো থাকতে পারে।
আপনার স্মার্টফোনে Hidden Camera Detector বা Spy Camera Finder-এর মতো অ্যাপ ডাউনলোড করুন। এই অ্যাপগুলো ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে কাছাকাছি লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারে।
কিছু গোপন ক্যামেরা ব্লুটুথ ব্যবহার করে ডেটা ট্রান্সফার করে। আপনার ফোনের ব্লুটুথ চালু করে আশেপাশে অপরিচিত ব্লুটুথ ডিভাইস আছে কিনা তা চেক করুন। সন্দেহজনক কিছু পেলে সেটিকে ব্লুটুথ সেটিংসে গিয়ে ব্লক করুন।
ঘরের মধ্যে থাকা যেকোনও সন্দেহজনক সকেট, ইউএসবি অ্যাডাপ্টার, চার্জার বা ইলেকট্রনিক গ্যাজেট ভালো করে পরীক্ষা করুন। ছোট ছিদ্র বা অতিরিক্ত তার দেখলে সতর্ক হোন।
স্মোক ডিটেক্টর এবং এয়ার ভেন্টিলেটরে অনেক সময়ই গোপন ক্যামেরা লুকিয়ে রাখা হয়। এগুলোর কভার খুলে দেখুন ভেতরে কিছু আছে কিনা। তবে সাবধান, হোটেলের কোনও কিছু ভাঙার চেষ্টা করবেন না।
হোটেলের ঘরে রাখা টেডি বিয়ার, ফুলদানি, দেওয়াল ঘড়ি বা অন্য কোনও শো-পিসের দিকে নজর দিন। এগুলোর মধ্যে ছোট ছিদ্র বা অস্বাভাবিক কিছু দেখলে সতর্ক হোন।
Published By: Buddhadeb HalderPosted: 08:20 PM Jul 01, 2025Updated: 08:20 PM Jul 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
