Advertisement
পওয়ারের শেষকৃত্যে 'নিপল ড্রেসে' রাখি সাওয়ান্ত! আইটেম গার্লের 'অসভ্যতা' দেখে চোখ ঢাকছে নেটপাড়া
আঁটসাঁট পোশাকে স্পষ্ট ফুটে উঠেছে স্তনবৃন্ত! এহেন বেশভূষাতেই পওয়ারের মৃত্যুকে 'ষড়যন্ত্র' বলে দাবি করলেন রাখি সাওয়ান্ত।
একসময় বলিউডের 'আইটেম' গানে নাচতেন রাখি সাওয়ান্ত। বহু মিউজিক ভিডিওয় তাঁর শরীরী হিল্লোল দেখে ঘায়েল হত পুরুষমনও। এহেন রাখিকে শাহরুখ খানের 'ম্যায় হুঁ না' সিনেমাতেও দেখা গিয়েছিল। কিন্তু...
বিগত কয়েক দশকে বলিউডের লাইমলাইটের থেকেও বিতর্কের শিরোনামে বিরাজ করেন রাখি সাওয়ান্ত। কখনও তাঁর বেশভূষা, কখনও তাঁর উদ্ভট অভিব্যক্তি আবার কখনও বা তাঁর পোশাক নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
তবে নিন্দুকদের মতামত পাত্তা না দিয়ে রাখি রয়েছেন রাখিতেই! দু'বার বিয়ে করলেও কোনও দাম্পত্যই সুখকর হয়নি।
২০১৯ সালে রিয়ালিটি শোয়ে স্বয়ম্বর করে এনআরআই পাত্র রীতেশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে চার বছরেই বিয়ে ভাঙে। দ্বিতীয় দাম্পত্যও একবছরেই ঘুচেছে!
সিনেমা-সিরিজ দূরঅস্ত, ফ্যাশন ইভেন্টেও আজকাল খুব কম দেখা যায় তাঁকে। বরং নেতিবাচক কারণে আরও বেশি করে শিরোনামে ঠাঁই পান তিনি।
এবার পোশাকের কারণে ফের বিতর্কে জড়ালেন রাখি সাওয়ান্ত। বলিপাড়ার ছবিশিকারিদের দৌলতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল, শোকের আবহে 'নিপল ড্রেস' পরে হাজির হয়েছেন রাখি। তাও কোথায়?
না, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্যে! সেখানেই পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে মডেল-অভিনেত্রী পওয়ারের মৃত্যুকে 'ষড়যন্ত্র' বলে দাবি করেছেন।
রাখি বলেন, "অজিত দাদাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমি খুব বেশি কষ্ট পেয়েছি। কিন্তু যে যাই বলুক না কেন, এটা একটা ষড়যন্ত্র। উনি আমাদের প্রিয় নেতা ছিলেন।"
তবে রাখি সাওয়ান্তের প্রতিক্রিয়ার থেকেও সভ্য সমাজের নজর পড়েছে তাঁর পোশাকে। যেখানে আঁটসাঁট পোশাকে স্পষ্ট ফুটে উঠেছে রাখি সাওয়ান্তের স্তনবৃন্ত।
Published By: Sandipta BhanjaPosted: 07:25 PM Jan 31, 2026Updated: 07:27 PM Jan 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
