Advertisement
অরিজিৎ একা নন, খ্যাতির মধ্যগগনে কেরিয়ারে ইতি টেনেছেন এই ৭ তারকাও, কার নেপথ্যে কোন কারণ?
তবে শুধু অরিজৎই নন, এই তালিকায় রয়েছেন বহু তারকা, যাঁরা ২০২৬ সাল ও তার আগে সরেছেন বিনোদুনিয়া থেকে।
অরিজিৎ সিং তাঁর প্লেব্যাক কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণার পর বিগত কয়েকদিন ধরে তোলপাড় হচ্ছে বিনোদুনিয়া। মনখারাপের মেঘ জমেছে তাঁর অনুরাগীদের মনে।
এই আলোচনার মাঝেই নিজের শ্রোতা-অনুরাগীদের আশ্বস্ত করেছেন অরিজিৎ। তিনি এমনটাও জানিয়েছেন যে, প্লেব্যাক কেরিয়ারে তিনি ইতি টানলেও সঙ্গীতচর্চায় নয়। তিনি যে নতুন আঙ্গিকে নিজের ভক্তদের দরবারে ধরা দেবেন তারই প্রস্তুতি নেবেন এবার সেকথাও স্পষ্ট।
তবে শুধু অরিজৎই নন, এই তালিকায় রয়েছেন বহু তারকা, যাঁরা ২০২৬ সাল ও তার আগে সরেছেন বিনোদুনিয়া থেকে। কেউ পাকাপাকিভাবে কেরিয়ারে দাঁড়ি টেনেছেন তো কেউ আবার সাময়িক বিরতি নিয়েছেন। কারা রয়েছেন এই তালিকায় দেখে নিন।
এই তালিকায় রয়েছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খান। ৩৮ বছর বয়সি জাকির সাময়িক বিরতি নিয়েছেন সম্প্রতি মঞ্চ থেকে। নিজের স্বাস্থ্যের দিকে চেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর তাই আপাতত তিনি তার ভক্তকুলের চক্ষুর আড়ালে রয়েছেন।
অভিনয় ও রাজনীতির মধ্যে বেছে নিয়েছেন রাজনীতিকেই। তিনি আর কেউ নন থলপতি বিজয়। অভিনয়কে 'আলবিদা' জানিয়েছেন বিজয়ও। উল্লেখ্য, তাঁর নতুন ও শেষ ছবি 'জন ন্যায়গণ'-এর মুক্তি আপাতত নানা জটিলতার জালে আটকে রয়েছে।
বেশকিছু দিন আগে সোশাল মিডিয়ায় কাজ থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন নেহা কক্কর। জানান, কাজ থেকে তিনি বিরতি নিচ্ছেন। কবে আবার কাজে ফিরবেন তিনি জানেন না। এমনকী আদৌ আর কখনও তিনি ফিরবেন কিনা সেটাও তাঁর কাছে স্পষ্ট নয়।
২০১৯ সালে অভিনয় ছাড়েন অভিনেত্রী জায়রা ওয়াসিম। বলিউডে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' এবং 'দঙ্গলে'র মতো ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন তিনি। সম্ভবনাময় অভিনেত্রীদের মধ্যে ছিলেন জায়রা। কিন্তু আচমকাই অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন নিজেকে। কারণ হিসেবে ধর্মীয় বিশ্বাসকেই তুলে ধরেছিলেন জায়রা।
২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। গোটা ক্রিকেটদুনিয়া চমকে গিয়েছিল কোহলির এই সিদ্ধান্তে। অন্যদিকে চলতি মাসেই পাকাপাকিভাবে বলিউড ছাড়ার কথা ঘোষণা করেন অনুষ্কা। দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকে দূরে অনুষ্কা। মাতৃত্বকেই উপভোগ করতে চান তিনি। তাই এই সিদ্ধান্ত নায়িকার।
মাত্র ষোলো বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী আসিন থট্টুমকাল। ২০০৯ সালে বিয়ে সারার পর কেরিয়ারে ইতি টানেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 07:24 PM Jan 31, 2026Updated: 07:28 PM Jan 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
