Advertisement
বিজয় মালিয়ার পর আরও এক 'ঠগে'র হাতে আরসিবির মালিকানা? জেল থেকেই কিনতে চায় দল
একাধিক বলি সুন্দরীর সঙ্গে সম্পর্ক এই ঠগের। আরসিবি কিনতে কত টাকা খরচ করতে চায় সে?
আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফি এসেছে আরসিবির ঘরে। গতবছর অধরা মাধুরীর স্বাদ পেয়েছে আরসিবি। কিন্তু তারপরেই বদলে যাচ্ছে বিরাট কোহলিদের দলের মালিকানা।
আরসিবির বর্তমান কর্ণধার সংস্থা Diageo ফ্র্যাঞ্চাইজির স্বত্ত্ব বিক্রি করতে চায়। মোটামুটিভাবে ১৭০০-১৮০০ কোটি টাকা দাম ধার্য করা হয়েছে। প্রাথমিকভাবে আরসিবি কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুণাওয়ালা। সেই লড়াইয়ে এবার ঢুকে পড়ল সুকেশ চন্দ্রশেখর।
সুকেশ জেল থেকেই আরসিবির কর্ণধার Diageo কর্তৃপক্ষকে একটি চিঠি লিখেছে। ওই চিঠিতে তার বক্তব্য, বর্তমানে আরসিবির মালিকানা কিনতে যারা যারা আগ্রহী তাদের সবার চেয়ে ভালো অফার দিতে তিনি প্রস্তুত। এমনকী মালিকানা বদলের কাজটাও তিনি দ্রুত সেরে ফেলতে চান।
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ ছিল, এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। তাঁর স্ত্রীকে ধোঁকা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সুকেশের বিরুদ্ধে আরও বহু প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর পাল্লায় পড়ে বোকা বনেছেন খ্যাতনামী থেকে শুরু করে দুঁদে রাজনীতিবিদরাও। তামিলনাড়ুর রাজনৈতিক নেতা টিটিভি দিনাকরণকেও বোকা বানায় সুকেশ। তাঁর কাছেও ৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে।
২০২১ সালে গ্রেপ্তার হন সুকেশ। তারপর থেকেই জেলে। কিন্তু সেখান থেকেই উদ্ভট সব দাবি করছে সে। এর আগে ধর্ম প্রডাকশন কিনতে চেয়েছিল। আরও একাধিক সংস্থা কিনতে চেয়ে চিঠি দিয়েছে। সবটাই জেল থেকে।
সুকেশের আরও এক পরিচয় আছে। সে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের প্রেমিক। জ্যাকলিনের জন্য মাঝে মাঝেই বহুমূল্য উপহার পাঠাতে থাকে সুকেশ। তাঁর দাবি, স্রেফ জ্যাকলিনের জন্যই কয়েক হাজার কোটি টাকা খরচ করেছেন সে।
অবশ্য শুধু জ্যাকলিন নন। একাধিক বলি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সুকেশের। এর মধ্যে সবার চেয়ে চর্চিত নাম নোরা ফতেহির। নোরার সঙ্গে নাকি বছর খানেকের সম্পর্ক ছিল সুকেশের।
সুকেশ যে প্রচুর টাকার মালিক তাতে সংশয় নেই। কিন্তু জেল থেকে আরসিবির মতো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া, সেটা কি আদৌ সম্ভব। সুকেশের দাবি, অবশ্যই সম্ভব। তার কাছে অর্থ আছে।
Published By: Subhajit MandalPosted: 08:23 PM Jan 31, 2026Updated: 08:23 PM Jan 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
