Advertisement
রবনে বনা দি জোড়ি... সঙ্গীর এই লক্ষণ দেখলেই বুঝবেন আপনার পছন্দে কোনও ভুল নেই!
জীবনে চলার পথে কথা মানুষের সঙ্গেই দেখা হয়। কারও সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। মন দেওয়া নেওয়াও হয়। কিন্তু মাঝপথে হাত ছেড়ে যাওয়ার অভিজ্ঞতা তো কমবেশি সকলেরই থাকে। যাকে ঘিরে জীবন আলোকিত হয়ে ওঠে, নিমেষে সবটা আঁধার করে দিয়ে যায় সে-ই। মুহূর্তে ছাড়খার হয়ে যায় স্বপ্ন। যন্ত্রণায় নিজেকেই হারিয়ে ফেলেন অনেকে। কিন্তু প্রেমিক বা প্রেমিকা আদৌ চিরকালের সাথী হবে কি না, তা কিন্তু সহজেই বুঝে নেওয়া যায় কয়েকটি আচরণে। চলুন আজ জেনে নেওয়া যায় সেগুলোই।
যে আপনার যোগ্য সাথী সে জীবনের প্রতিপর্যায়ে আপনার পাশে থাকবে। আনন্দ উপযাপনে যেমন তিনি থাকবেন তেমনই বিপদেও আপনাকে আগলে রাখবে। আপনার মন কেমনের দিনগুলোতে ছোট্ট শিশুর মতো করে যত্ন করবে আপনার। আপনার অর্জনের মতোই ব্যর্থতাতেও কেউ না থাকলেও তিনি থাকবেই। চোখবন্ধ করে বিশ্বাস করবে আপনাকে। যার কাছে কিছু গোপন করতে হবে না। এমন কেউ যদি আপনার জীবনে থেকে থাকে জানবেন চিন্তার কোনও কারণ নেই।
যে সারাজীবন আপনার পাশে থাকার উপযুক্ত সে আপনি যেমন সেভাবেই আপনাকে ভালোবাসবে। কারও সঙ্গে তুলনা করবে না। আপনার ভুলগুলো জেনে সরে যাবে না বরং ভুল শুধরে আপনাকে নিয়েই জীবনের পথে হাঁটতে চাইবে।
যে চিরকাল আপনার সঙ্গে থাকবে সে নিজের দুর্বলতা কখনই আপনার কাছে গোপন করবে না। নিজের জীবনের অন্ধকার দিকটিও নির্দ্বিধায় আপনার সামনে তুলে ধরবে সে। কারণ, তাঁর জীবনে আপনিই সেই মানুষটা যার কাছে তাঁর কিছুই লুকোনোর নেই, যাকে ছেড়ে কোথাও যাওয়ার নেই।
সঙ্গী পাশে থাকলে গোটা পৃথিবীটা নিরাপদ মনে হয়? তাঁকে দেখলেই জীবনের যাবতীয় যাবতীয় জটিলতা ভুলে যান? তাহলে জানবেন ঠিক মানুষের সঙ্গেই রয়েছেন।
যে কোনও সম্পর্কের মূল ভিতই হল বিশ্বাস ও সততা। প্রেমিক বা প্রেমিকাকে যদি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। একইভাবে তিনিও যদি আপনাকে বিশ্বাস করেন, বুঝবেন সব ঠিক আছে।
অনেকেই আছেন যারা সম্পর্কে থাকলেও উলটোদিকের মানুষটার কাছে মনের কথা খোলাখুলিভাবে বলতে পারেন না। সে কী ভাববে, জাজমেন্টাল হবে না তো, এসব ভেবে মনের কথা গোপন করে রাখেন। যদি কুণ্ঠাবোধ না করে সঙ্গীর কাছে সবটা উজার করে বলতে পারেন, তাহলে বুঝবেন সঙ্গী আপনার জন্য পারফেক্ট।
আদর্শ সঙ্গীর কাছে আপনার ভালো থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কী বলছেন, কী চাইছেন, কীসে খুশি হচ্ছেন এগুলো তিনি সবসময় নজর রাখবেন।
Published By: Tiyasha SarkarPosted: 06:35 PM Jan 31, 2026Updated: 06:35 PM Jan 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
