Advertisement
মেগা সেমিফাইনালে ওয়াংখেড়েতে চাঁদের হাট, হাজির বেকহ্যাম থেকে রণবীর, দেখুন নানা মুহূর্ত
জমজমাট বিশ্বকাপের শেষ চারের লড়াই।
বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়েতে চাঁদের হাট। একফ্রেমে ক্রিকেট এবং ফুটবলের দুই অন্যতম সেরা তারকা। বিরাট কোহলি ও ডেভিড বেকহ্যাম।
ছবিই কথা বলে...। একফ্রেমে দুই কিংবদন্তি। দুই পৃথিবী মিলে গেল বিশ্বকাপের মিলনমেলায়। ম্যাচ শুরুর আগে ইংলিশ তারকা বেশ খানিকক্ষণ আড্ডা দেন কোহলি এবং শচীনের সঙ্গে। আবার কোহলি ওয়ানডে-তে ৫০তম সেঞ্চুরি হাঁকাতেই আসন ছেড়ে উঠে হাততালিও দেন।
বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। তবে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের জ্বরে গা ভাসিয়েছেন বেকহ্যামও। পরতে পরতে সেমিফাইনাল উপভোগ করলেন তিনি।
খেলা যখন মুম্বইতে, তখন বলিউডের তারকারা যে মেগা ম্যাচের সাক্ষী থাকতে স্টেডিয়ামে পৌঁছে যাবেন, তা আন্দাজ করাই গিয়েছিল। বাস্তবেও সেটাই হল। জন আব্রাহাম, রণবীর কাপুর থেকে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীদের দেখা যায় দর্শকাসনে।
কিংবদন্তি ভিভ রিচার্ডসও পৌঁছে গিয়েছিলেন ওয়াংখেড়েতে। এই মাঠেই ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষবার বিশ্বজয় করেছিল ধোনিবাহিনী। এবার কি ফিরবে সেই ছবি? প্রশ্ন উঁকি মারছে ভক্তদের মনে।
মাঠে শুভমান গিল। গ্যালারিতে সারা তেণ্ডুলকর। দুজনের প্রেমের গুঞ্জনে মুখর নেটপাড়া। তাই গিলের খেলা দেখতে দেখতেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গেলেন সারা। এদিকে স্বামী বিরাটের ওয়ানডে-তে ৫০টি শতরানের নজির চাক্ষুস করলেন অনুষ্কা শর্মা।
Published By: Sulaya SinghaPosted: 06:52 PM Nov 15, 2023Updated: 06:59 PM Nov 15, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
