Advertisement
দিঘা জগন্নাথ মন্দিরের মাথায় সূর্যের মহাজাগতিক বলয়, জন্মাষ্টমীর প্রাক্কালে মহাপ্রভুর আশীর্বাদ!
সামাজিক মাধ্যমে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১টা ৩০। দিঘার জগন্নাথ ধাম মন্দিরের মাথায় ফুটে ওঠে মহাজাগতিক বলয়। সূর্যকে ঘিরে বৃত্তাকার বলয় যেন স্বর্গীয় দৃশ্য! এমনটাই মনে করছেন ভক্তরা।
দিঘার মন্দিরে দেখতে পাওয়া সূর্যের চারদিকে বৃত্তাকার বলয়টি একধরনের রামধুন। এই দৃশ্য উপস্থিত ভক্তদের মনে কৌতুহল সৃষ্টি করে। মন্দিরে ভিড় জমান তাঁরা।
দিঘার জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর প্রথম এইরকম দৃশ্য দেখা গেল। ভক্তরা মনে করছেন জন্মাষ্টমীর প্রাক্কালে এই স্বর্গীয় দৃশ্য যেন স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের চারপাশে বৃত্তাকার রামধনুর মতো যে আলোকরশ্মি দেখা যায়, তাকে সূর্যের আলোকমণ্ডল বা হ্যালোরিং বলা হয়।
এই রকম কেন হয়? সাধারণত মেঘলা আবহাওয়ায় মেঘে জমে থাকা বরফের কণাগুলি মধ্যে দিয়ে আলো যাওয়ার ফলে, প্রতিফল ও প্রতিসরণের জেরে বিভিন্ন দিকে বেঁকে যায়। তৈরি হয় বৃত্তাকার বলয়।
Published By: Subhankar PatraPosted: 02:32 PM Aug 13, 2025Updated: 03:34 PM Aug 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
