Advertisement
জর্জিনার হাতে ৩০ ক্যারাট হিরের আংটি! বান্ধবীর মন পেতে কত টাকার উপহার দিলেন রোনাল্ডো?
২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের প্রেম কি এবার পরিণতি পেল? সেরকম গুঞ্জনই শুরু হয়েছে রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে।
২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের দুটি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তাঁরা।
চলতি বছরের শুরুতে ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন পর্তুগিজ মহাতারকা। জর্জিনার জন্মদিনে ছবি পোস্ট করে রোনাল্ডোর বার্তা ছিল, “মা, সঙ্গী, বন্ধু, স্ত্রী- তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
তবে সোমবার নেটদুনিয়ায় ঝড় তুলে দিয়েছেন জর্জিনা। রোনাল্ডোর হাতের উপর হাত রেখে আংটির ছবি পোস্ট করেছেন। সঙ্গে ভালোবাসায় ভরা ক্যাপশন, ‘আই ডু। এই জন্মে এবং আমার প্রত্যেকটা জন্মে।’
বিয়ের সময়ে যে শপথবাক্য পাঠ করা হয়, তার অন্যতম গুরুত্বপূর্ণ বাক্য 'আই ডু'। পোস্ট দেখে নেটদুনিয়ায় প্রবল জল্পনা, তাহলে কি বিয়েটা সেরে ফেললেন সিআর সেভেন?
তবে রোনাল্ডোর বিয়ের গুঞ্জনের সঙ্গেই জোর চর্চা চলছে জর্জিনার আংটি নিয়েও। হিরের আংটির দাম কত হতে পারে, আগে এই আংটি কে কে পরেছেন, সেই নিয়ে চর্চা চলছে নেটপাড়ায়।
ছবি দেখে অনুমান, আংটির দৈর্ঘ্য লম্বায় প্রায় পাঁচ সেন্টিমিটার। মাঝে রয়েছে ডিম্বাকৃতি একটি বড় হিরে। তার দু'পাশে আরও দু'টি হিরে, কিছুটা ছোট মাপের।
গয়না বিশেষজ্ঞদের একাংশের মতে, বড় হিরেটি অন্তত ২৫ থেকে ৩০ ক্যারেটের। আবার কারোওর মতে, হিরেটি ১৫ ক্যারেটের। তবে দু'পাশে থাকা হিরে দু'টি সম্ভবত ১ ক্যারেটের।
যেহেতু হিরের মাপ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে, তাই দাম নিয়েও নানা মুনির নানা মত। কারোও মতে, আংটির মূল্য ২০ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ১৭ কোটি টাকা থেকে ৪২ কোটি টাকা।
Published By: Anwesha AdhikaryPosted: 04:11 PM Aug 12, 2025Updated: 04:11 PM Aug 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
