Advertisement
গুরুতর আঘাত, রক্তপাত... যন্ত্রণা উপেক্ষা করে দলের স্বার্থে মাঠে নেমেছিলেন যে ক্রিকেটাররা
তালিকায় রয়েছেন কারা?
ম্যালকম মার্শাল: ১৯৮৪ সালের ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে টেস্ট ম্যাচে ভাঙা বুড়ো আঙুল নিয়ে বল করেছিলেন। প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় তার বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু তিনি দলের প্রয়োজনে ভাঙা আঙুল নিয়েই বোলিং করতে নামেন।
শচীন তেণ্ডুলকর: ১৯৯৯ সালের ঘটনা। পাকিস্তানের বিরুদ্ধে কোমরে ব্যথা নিয়েই চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যদিও অল্পের জন্য টেস্ট হেরে গিয়েছিল ভারত।
অনিল কুম্বলে: ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে অনিল কুম্বলে চোয়াল ভেঙে যাওয়া সত্ত্বেও ব্যান্ডেজ বেঁধে মাঠে নেমে বোলিং করেছিলেন। ব্যাটিং করার সময় মারভিন ডিলনের একটি বাউন্সারে চোয়াল ভেঙে গিয়েছিল তাঁর। এই ঘটনার পর তিনি ১৪ ওভার বোলিং করেছিলেন। কুম্বলের সাহসী মনোভাবের কথা আজও স্মরণীয়।
গ্রেম স্মিথ: ২০০৯ সালের সিডনি টেস্টে হাতের চোট নিয়ে খেলেছিলেন তিনি। বাঁ-হাতের হাড় ভেঙে যাওয়া সত্ত্বেও ব্যাট করতে নেমে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।
যুবরাজ সিং: ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসুস্থতা নিয়েই ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যুবি। এটিই তাঁর প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি। কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এমনকী রক্তবমি করতে দেখা গিয়েছিল তাঁকে। তা সত্ত্বেও তিনি খেলা চালিয়ে যান।
তামিম ইকবাল: ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে তামিম ইকবাল চোট পেয়েছিলেন। বাঁ হাতের কবজি ভেঙে গিয়েছিল তাঁর। আহত হওয়া সত্ত্বেও দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করতে নেমেছিলেন। নবম উইকেট পড়ার পর তিনি ক্রিজে ফিরে এসে মুশফিকুর রহিমকে সঙ্গ দিয়েছিলেন।
হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিন: ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বাঁচাতে চোট নিয়েও ব্যাট করেছিলেন তাঁরা।
রোহিত শর্মা: ২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় রোহিত শর্মা তার বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। এই অবস্থায় ব্যাট করেছিলেন তিনি।
ঋষভ পন্থ: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে ক্রিস ওকসের বল রিভার সুইপ করতে গিয়ে পায়ের পাতায় চোট পেয়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর যে, ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিন শুরুর আগে ঘোষণা করা হয় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন তিনি। যদিও দেখা যায়, দলের দরকারে ব্যাটিং করতে নামেন পন্থ। গোটা স্টেডিয়াম তাঁর সাহসিকতায় মুগ্ধ হয়ে করতালি দিয়ে অভিবাদন জানায়। চোট নিয়েও তিনি ৫৪ রানের ইনিংস উপহার দেন।
Published By: Prasenjit DuttaPosted: 07:05 PM Jul 24, 2025Updated: 07:05 PM Jul 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
