Advertisement
ছাব্বিশ ভোটের আগে দুর্গা-শরণ! ৩ বছর পর শারদোৎসবে বিজেপি, দেখুন খুঁটিপুজোর ছবি
সল্টলেকের খুঁটিপুজোয় হাজির ছিলেন বিজেপির সেলেব নেতারাও।
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বছরে একবার এই উৎসবের রেশ থেকে যায় গোটা বছর ধরে। তবে সাম্প্রতিককালে শারদোৎসবেও লেগেছে রাজনৈতিক রং। দুর্গাপুজোর আয়োজন ঘিরে বঙ্গে গেরুয়া শিবিরে এবার সাজ সাজ রব। রবিবার, ১০ আগস্ট সল্টলেকের ইজেডসিসি-তে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে সর্বজনীন দুর্গাপুজোর খুঁটিপুজো হয়ে গেল। হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, দলের শীর্ষস্থানীয় নেতানেত্রী প্রায় সকলেই। ছিলেন সাধারণ বিজেপি কর্মীরাও।
রবিবার সকালেই সল্টলেকের ইজেডসিসি অডিটোরিয়ামের সামনের জমিতে খুঁটিপুজো ঘিরে গেরুয়া শিবিরের চাঁদের হাট। শমীক ভট্টাচার্য থেকে শুরু করে সেলিব্রিটি রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কৌশিক রায়-সহ বহু চেনা মুখ দেখা গেল সেখানে। ছিলেন প্রচুর মহিলা কর্মী। শমীক, রূপা, রুদ্রনীলরা খুঁটিপুজোয় অঞ্জলিও দিলেন ভক্তিভরে।
২০২২ সালে শেষবার এখানে বঙ্গ বিজেপির আয়োজনে দুর্গাপুজো হয়েছিল। সেবার উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চার-পাঁচদিন ধরে দুর্গাপুজোর পাশাপাশি সাংস্কৃতিক উৎসবও হয়েছিল সেবার। তিন বছর পর এবারের পুজোয় আর কী কী আয়োজন থাকবে বিজেপি আয়োজিত শারদোৎসবে, তা অবশ্য এখনও অজানা।
বঙ্গ দখলকে পাখির চোখ করার পর থেকে গোবলয়ের রাজনৈতিক দলের তকমা ঝেড়ে ফেলে বিজেপি 'বাঙালি' হয়ে ওঠার চেষ্টা করছে। এমন সমালোচনা শোনা যায় ওয়াকিবহাল মহলে। সেই লক্ষ্যে ২০২০ সালের, করোনার সময় নিজেদের আয়োজনে দুর্গাপুজো শুরু করেছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। সেবার ইজেডসিসির দুর্গাপুজো ভারচুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ষষ্ঠীর দিন তিনি বাংলায় বার্তা দিয়েছিলেন বঙ্গবাসীকে।
বিজেপির ফের দুর্গাপুজোয় আগ্রহের নেপথ্যে অবশ্য আরও একটি কারণ রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। সম্প্রতি ভিনরাজ্যে বাংলা ভাষা ও বাঙালি হেনস্তার যে লাগাতার অভিযোগ উঠেছে, আর তার প্রতিবাদে যেভাবে রাজ্যের শাসকদল তৃণমূল মাঠে নেমেছে, তাতে অশনি সংকেত দেখছে বিজেপি। কারণ, বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্য থেকেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। তার মোকাবিলায় বাঙালি-প্রীতি প্রদর্শনের রাস্তা নিয়েছে বঙ্গের পদ্ম ব্রিগেড। তারই অনুসঙ্গে হয়ত এবছরের দুর্গাপুজো।
Published By: Sucheta SenguptaPosted: 05:25 PM Aug 10, 2025Updated: 05:25 PM Aug 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
