Advertisement
কৃষ্ণের জন্মের ১৫ দিন পর রাধারানির আর্বিভাব! রইল মায়াপুরে রাধাষ্টমীর টুকরো ছবি
ভক্তদের ভিড় মন্দিরে।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মের পরের অষ্টমী তিথি, ভাদ্রমাসের শুক্লাষ্টমী রাধাষ্টমী বলে পরিচিত। কৃষ্ণ ও রাধারানির জন্মের ব্যবধান ১৫ দিনের। এই সপ্তাহ দুয়েকের ব্যবধানে আজ, রবিবার মায়াপুর ইসকনে মহাধুমধাম করে পালিত হচ্ছে রাধারানির জন্ম তিথি।
বিশুদ্ধ পঞ্জিকা মতে রাধাষ্টমীর তিথি শুরু হয়েছে বাংলা মাস অনুসারে ১৩ ভাদ্র, শনিবার। ইংরেজি মাসের ৩০ আগস্ট। রাত ১০টা ৪৮ মিনিটে।
রাধাষ্টমী তিথি ছেড়ে যাবে ১৪ ভাদ্র, রবিবার। ইংরেজি মাস অনুসারে,৩১ আগস্ট। রাত ১২টা ৫৮ মিনিটে। গুপ্তপ্রেস মতেও একই দিনেই তিথি শুরু হচ্ছে তবে সময় আলাদা। সেই হিসাব মতো আজ, রবিবার পালিত হচ্ছে রাধাষ্টমী। এই শুভলগ্নে মায়পুর ইসকনে বিপুল ভক্তের সমাগম হয়েছে। প্রিয় রাধারানিকে এক পলক দেখার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি ভক্তরা। ভিড় জমিয়েছেন মন্দিরে।
দিঘার জগন্নাথ মন্দিরেও এদিন রাধাষ্টমী পালিত হয়। মন্দির সূত্রে খবর, বিশেষ এই তিথিতে ভোর সাড়ে চারটায় হয়েছে মঙ্গল আরতি। এরপর সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় বৈদিক যজ্ঞ। বেলা ১১টায় শুরু হয় শ্রীরাধার মহা অভিষেক পর্ব। জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীতেও অভিষেকের জন্য ব্যবহার করা হয় ১০৮ তীর্থক্ষেত্রের জল। এছাড়াও দুধ, দই, মধু, ঘি-র মতো বিভিন্ন সামগ্রী দিয়ে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অভিষেক পর্ব। নিজস্ব চিত্র
বারোটা নাগাদ অর্পণ করা হয় ৫৬ ভোগ।এরপর দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় রাধাষ্টমীর বিশেষ মহাপ্রসাদ। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, "প্রথমবার রাধাষ্টমী পালিত হল দিঘায়। সকাল থেকে নানা পুজার্চ্চনার পাশাপাশি রাধারানি পছন্দের ৫৬ ভোগে নিবেদন করা হয়।"প্রচুর ভক্ত এদিন মন্দিরে ভিড় করেছিলেন। নিজস্ব চিত্র
মায়পুর ইসকনে পুজো শুরুর আগে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় রাধারানিকে। রাজকীয় বেশে সাজানো হয়েছে তাঁকে। নির্দিষ্ট নিয়ম মেনে ভোগ নিবেদন করা হয়েছে। তিথি পড়তেই পুজোর শুরুতে দুধ দিয়ে স্নান করিয়ে অভিষেক করা হয় রাধারানির। তবে তিনি একা নন, শ্রীকৃষ্ণেরও অভিষেক করা হয়। ধুমধাম করে সব রিতী পালন করা হয়।
তারপর রীতি মেনে পুজো করা হয় রাধারানির। সকাল থেকে মন্দিরের সেবায়েতদের ব্যস্তাতা ছিল তুঙ্গে। নিশ্বাস ফেলার সময় পাননি তাঁরা।
ইসকন মন্দিরের এক মহারাজ বলেন, " ১৫ দিনের ব্যবধানে শ্রীকৃষ্ণ ও রাধারানির আর্বিভাব হয়। দু'জনেই একে অপরের পরিপূরক। তাঁদের আলাদ করা যায় না।"
তিনি আরও জানিয়েছেন, "নিয়ম মেনে, আজকের এই শুভদিনে মায়পুর ইসকনের রাধারানির জন্মতিথি পালন করা হচ্ছে।" রাধাষ্টমীর সকালের কার্যকম শেষ হয়েছে। সন্ধ্যায় বাকি রিতী পালন করা হবে। তবে সারাদিনই কিছু না কিছু চলছে মন্দিরে।
বিয়ের পর প্রথম পুজো হলে সপ্তমীতে দম্পতিরা অনায়াসে জীতু-জয়ার মতো সাজতে পারেন। নবদম্পতিদের দারুণ মানাবে এই সাজ। শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক
উৎসবের সাজে জয়া আহসান, জীতু কামালের পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। 'এক্সক্লুসিভ' সংবাদ প্রতিদিন-এ। শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক
Published By: Subhankar PatraPosted: 05:01 PM Aug 31, 2025Updated: 07:54 PM Aug 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
