Advertisement
নামী আইনজীবী, দুই সন্তানের বাবা, চিনে নিন মহুয়া মৈত্রর স্বামীকে
ছবিতে রইল তাঁর পরিচয়।
রাজনৈতিক কেরিয়ারের গুরুদায়িত্ব সামলে নতুন করে দাম্পত্য জীবন শুরু করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। গত ৩ মে জার্মানির বার্লিনে চার হাত এক হয়েছে। পুরীর চারবারের সাংসদ, বছর পঁয়ষট্টির বিজেডি নেতা তথা আইনজীবী পিনাকী মিশ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহুয়া মৈত্র। এই খবরে তাঁর অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।
যাঁর সঙ্গে জীবনে দ্বিতীয় দাম্পত্যে প্রবেশ করলেন মহুয়া, সেই পিনাকী মিশ্রের পরিচয় কিন্তু স্রেফ রাজনীতিবিদ নয়। তিনি নামী আইনজীবী। দেশের প্রায় সমস্ত আদালত কখনও না কখনও সওয়াল করেছেন। ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে পুরীর সাংসদ হন। পরে নবীন পট্টনায়েকের বিজু জনতা দলে যোগ দিয়ে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে সেই টিকিটে লড়েন পুরী থেকেই। ২০২৪ সালে অবশ্য বিজেডি আর তাঁকে প্রার্থী করেনি।
১৯৫৯ সালে জন্ম পিনাকী মিশ্রর। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে তিনি বিয়ে করেন সঙ্গীতা মিশ্রকে। তাঁদের দুই সন্তান রয়েছে। পরে অবশ্য সঙ্গীতা ও পিনাকীর বিবাহবিচ্ছেদ হয়।
এদিকে, মহুয়া মৈত্রও দীর্ঘদিন ধরে বিবাহবিচ্ছিন্না। আগে ডেনমার্কের লার্স ব্রর্সন ছিলেন তাঁর স্বামী। তবে মহুয়া দেশে ফেরার আগেই শোনা যায়, তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছিল। এদেশে ফিরে পুরোপুরি রাজনীতিতেই মন দিয়েছিলেন করিমপুরের কন্যা। রাজ্যের শাসকদলের দু'বারের সাংসদ তিনি।
এই মুহূর্তে নদিয়ার কালীগঞ্জ অর্থাৎ মহুয়ার সংসদীয় এলাকায় উপনির্বাচনের ব্যস্ততা। দলীয় প্রার্থীর হয়ে প্রচারও করেছেন সাংসদ। তবে কয়েকদিন ধরে তাঁকে প্রচারে দেখা যাচ্ছিল না। শোনা গিয়েছিল, মহুয়া বিদেশে রয়েছেন ব্যক্তিগত কাজে। বৃহস্পতিবার জানা গেল আসল খবর। বিয়ের জন্য তিনি বার্লিনে ছিলেন। প্রকাশ্যে আসে বিয়ের ছবি। ছিমছাম সাজ ছিল মহুয়া ও পিনাকীর।
Published By: Sucheta SenguptaPosted: 06:59 PM Jun 05, 2025Updated: 06:59 PM Jun 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
