Advertisement
শচীনদের সেঞ্চুরিতেও জয়হীন, ম্যাঞ্চেস্টারে খেলা ঘোরাবেন গিলরা? রইল ভারতের সেরা ব্যাটিং পারফরম্যান্স
ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি রয়েছে আজহারউদ্দিন, সন্দীপ পাটিলদেরও।
সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে ম্যাঞ্চেস্টারে নামছে টিম ইন্ডিয়া। যেখানে একটি টেস্টেও জেতেনি টিম ইন্ডিয়া। এজবাস্টনেও ঠিক একই রকম ফলাফল ছিল। কিন্তু সেখানে জয় ছিনিয়ে এনেছিল ভারত। যেখানে রানের পাহাড় গড়েছিলেন শুভমান গিলরা। ম্যাঞ্চেস্টারেও কি সেরকম কিছু হবে? রইল ম্যাঞ্চেস্টারে ভারতের সেরা কয়েকটি ব্যাটিং পারফরম্যান্স।
ম্যাঞ্চেস্টারে ৯টি টেস্ট খেলেছে ভারত-ইংল্যান্ড। যেখানে ৫টি টেস্টে হেরেছে ভারত, ড্র চারটিতে। ১৯৩৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্ট খেলে ভারত। অর্থাৎ শুভমানরা জিতলে ৮৯ বছরের ইতিহাস বদলাবেন তারা। যেখানে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ৪৩২ (আগস্ট ১৯৯০) এবং সর্বনিম্ন রান ৫৮ (জুলাই ১৯৫২)।
ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের শেষ সেঞ্চুরিটা এসেছিল ১৯৯০ সালে। ম্যাচের সেরা শচীনের বয়স তখন ছিল মাত্র ১৭ বছর। দ্বিতীয় ইনিংসে ৮টি চারের পাশাপাশি মেরেছিলেন ২টি ছয়। ১৪১ বলে করেছিলেন ১১৯ রান।
ম্যাঞ্চেস্টারে সেই টেস্ট ড্র হয়েছিল। গ্রাহাম গুচ, মাইক আথারটনের পালটা প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। আর ওল্ড ট্র্যাফোর্ডে আজহারউদ্দিনের ১৭৯ রানই কোনও ভারতীয়র করা সর্বোচ্চ রানের ইনিংস।
১৯৮২ সালের টেস্টও ভারত ড্র করেছিল। ১২৯ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন সন্দীপ পাটিল। অপরাজিতও ছিলেন তিনি। ইংল্যান্ডের ৪২৫ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ভারত করেছিল ৩৭৯ রান।
১৯৫৯ সালে দত্ত গায়কোয়াড়ের ভারত হেরেছিল ১৭১ রানে। সেঞ্চুরি করেছিলেন দু'জন। আব্বাস আলি বেইগ করেন ১১২ রান ও পলি উমরিগড় করেন ১১৮ রান। কিন্তু দু'জনের সেঞ্চুরিও হার বাঁচাতে পারেনি। ছবিতে পলি উমরিগড়।
Published By: Arpan DasPosted: 01:08 PM Jul 23, 2025Updated: 01:08 PM Jul 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
