Advertisement
'রকি অউর হিনা কি প্রেম কাহানি', ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর রূপকথার বিয়ের অ্যালবাম দেখুন
ধর্ম বিবাদ মিটিয়ে বিয়ে এক হলেন হিনা-রকি। দেখুন স্বপ্নের বিয়ের ছবি।
ক্যানসারের যন্ত্রণা উপেক্ষা করে কলকাতার ছেলের সঙ্গে বিয়ে করলেন হিনা খান। বিয়েতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ধর্ম! বলিমহলের অন্দরে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যায়।
উপরন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো প্রেমিক যুগলের জীবনে নেমে এসেছে ক্যানসারে খাঁড়া। তবে ‘ধর্মের ধ্বজাধারী’দের রক্তচক্ষুকে উপেক্ষা করেই ক্যানসারে আক্রান্ত অভিনেত্রীকে এই কঠিন সময়ে আগলে রেখেছিলেন কলকাতার ছেলে রকি।
প্রেমিকার মনোবল বাড়াতে কখনও মাথা কামিয়েছেন। কখনও মুখে তুলে দিয়েছেন খাবার। আবার কখনও বা হিনার মক্কা সফরসঙ্গী হয়েছেন কলকাতার ভূমিপুত্র। এবার বিয়েটাও সেরে নিলেন দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে।
পরনে ধূসর রঙের লেহেঙ্গা। মানানসই রুপো-হিরের জরোয়ার গয়নায় কনে হিনাকে দিব্যি লাগছিল দেখতে। রকিও সেজেছিলেন রং মিলান্তি পোশাকে।
বিয়ের আসরে বরের ঠোঁট ঠোঁট রেখে প্রেমের অঙ্গীকার করতেও দেখা গেল হিনা খানকে। আবার কোথাও রকিকে সযত্নে স্ত্রীয়ের পায়ে নুপূর পরাতে দেখা গেল।
ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টে প্রেমের বার্তা দিয়েছেন ‘কলকাতার বউমা’। হিনা লিখেছেন, “দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় একত্রিত হয়েছে, জীবনের শেষপ্রান্তে বন্ধন তৈরি হল। আমরা আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ, আমাদের প্রেমে আইনি সিলমোহর পড়ল। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি।”
হিনার এই জীবন লড়াইয়ে তিনি এক নন। সঙ্গে রয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল। ঘনিষ্ঠরা বলেন, রকি ও হিনার এই দীর্ঘ প্রেমের মাঝে এসে পড়েছে ধর্ম! আর সেই কারণেই নাকি বিয়ে নিয়ে গড়িমসি। মূলত, দুই পরিবারের কারণেই নাকি বিয়েটা হচ্ছিল না।
এবার বিবাদ মিটিয়ে প্রেমের পরিণতি হিনা-রকির। রকি ও হিনার প্রেমের বয়স ১৩ বছর। কলকাতার ছেলে রকি জয়সওয়াল। পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটেই হিনা-রকির আলাপ। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। জীবনের ওঠাপড়ায় সব সময়ই রকিকে পাশে পেয়েছেন হিনা খান।
Published By: Sandipta BhanjaPosted: 09:13 PM Jun 04, 2025Updated: 11:54 PM Jun 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
