Advertisement
৮৯ বছরে ওভালে মাত্র ২টি টেস্ট জয়, কামব্যাক করে সিরিজ ড্র করতে পারবেন গিলরা?
এই মাঠেই ২০২৩-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারতে হয়েছিল ভারতকে।
ওভালে মরণবাঁচন লড়াই। ম্যাঞ্চেস্টারে জাদেজা-সুন্দরের লড়াকু সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ভারত। কিন্তু এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা। যদি পঞ্চম তথা শেষ টেস্টে ওভালে জিতলে সিরিজ ড্র হবে। সেখানে ভারতের রেকর্ড কীরকম?
ওভালে এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে ভারতীয় দল। সেখানে ২টি জয়, ড্র ৭টিতে। আর হেরেছে ৬টিতে। তবে শেষবার অর্থাৎ ২০২১ সালে এখানে জিতেছিল ভারত। সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। অন্যদিকে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি ছিল শার্দূল ঠাকুরের।
তবে এই মাঠেই ২০২৩-র টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের হতাশা রয়েছে ভারতের জন্য। এমনকী তার আগে ২০১৮ সালেও এখানে টেস্ট হেরেছিল ভারত। কেএল রাহুল ও ঋষভ পন্থের সেঞ্চুরিও ম্যাচ বাঁচাতে পারেনি।
২০১৪ সালে বিরাট ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। এক ইনিংস ও ২৪৪ রানে হারের লজ্জা তাড়া করেছিল ধোনির দলের জন্য। দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অলআউট হয় ভারতীয় দল।
২০১১-এ ভারত ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ৮ রানে হারে। ডবল সেঞ্চুরি করেছিলেন ইয়ান বেল। ইংল্যান্ড তুলেছিল ৫৯১ রান। রাহুল দ্রাবিড় ১৪৬ রান করেও ফলো অন বাঁচাতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শচীন করেছিলেন ৯১ রান।
ইংল্যান্ডের মাটিতে ভারত শেষ টেস্ট জেতে ২০০৭ সালে। তিন টেস্টের সিরিজের শেষ টেস্টটি ছিল ওভালে। ভারত ১-০ ব্যবধানে এগিয়েছিল। ওভালে ড্র হয়। অনিল কুম্বলে সেঞ্চুরি করার পাশাপাশি দুই ইনিংসে ৫টি উইকেটও তোলেন।
Published By: Arpan DasPosted: 04:51 PM Jul 30, 2025Updated: 04:51 PM Jul 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
