Advertisement
প্রতি বাঁকে অচেনা গল্প... 'জাতীয় রোড ট্রিপ' দিবসে ৮ ভয়ংকর সুন্দর রাস্তার হদিশ
রাসতে খুবসুরত হ্যায় মনজিল সে ভি... রোড ট্রিপের ক্ষেত্রে বলিউডি গানের এই কথা যেন একশো শতাংশ সত্য।
রাসতে খুবসুরত হ্যায় মনজিল সে ভি... রোড ট্রিপের ক্ষেত্রে বলিউডি গানের এই কথা যেন একশো শতাংশ সত্য। গন্তব্যের চেয়ে বেশি মন কাড়ে রাস্তার সৌন্দর্য। পথের প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে অজানা-অচেনা গল্প। আর নিজে গাড়ি চালাতে পারলে তো কথাই নেই! মন চাইলেই বেড়িয়ে পড়া যায় নিজের বাহন নিয়ে। আজ, শুক্রবার জাতীয় রোড ট্রিপ দিবসে হদিশ রইল এমন ৯ রাস্তার। যেখানে পথের বাঁকে বাঁকে রয়েছে অ্যাডভেঞ্চার। কারণ, প্রতিটা বাঁকই 'হেয়ার পিন' বাঁক। এক চিলতে ভুল হলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
রোড ট্রিপ-প্রেমীদের পছন্দের রাস্তার তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোল্লি পাহাড়। ২৫ কিলোমিটারের রাস্তায় প্রায় ৭০টি হেয়ার পিন বাঁক। আর তাই হয়তো এই রাস্তার ডাকনাম 'দ্য মাউন্টেন অফ ডেথ'। চারিদিকের চোখ ভরানো সবুজ জঙ্গল, মন ভরানো উপত্যকার দৃশ্য আর শুনশান রাস্তার প্রতিটা ভয়ঙ্কর সুন্দর বাঁকের টানে পর্যটকরা ছুটে যায় এই কোল্লি পাহাড়ে।
কালিম্পং থেকে জুলুক, পুরনো সিল্ক রুট। শীতে রাস্তার দু'পাশ সাদা বরফে মোড়া। আর একটু গরম পড়তেই রঙ-বেরঙের হরেক ফুলে ভরে যায় আঁকাবাঁকা এই রাস্তা। যেখানে কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে ৩২টি 'হেয়ার পিন বেন্ড'। গোটা রাস্তা পেরিয়ে উপরে উঠলেই চোখ জুড়িয়ে দেয় ওল্ড সিল্ক রুটের 'জিগজ্যাগ' রাস্তার দৃশ্য।
জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি... ঠিক যেমন মহারাষ্ট্রের নেরাল টু মাথেরনের রাস্তা। পুরো পথ গাড়ি বা বাইকে যাওয়া যায় না। দস্তুরি কার পয়েন্টের পর বাকি পথে হেঁটে বা ঘোড়ায় চেপেই যাওয়া দস্তুর। কিন্তু যতটুকু পথ গাড়িতে চেপে যেতে হয় ততটাই হেয়ার পিন বাঁকে ভরা।
ঘন জঙ্গলের পথ। সঙ্গী ছোট এলাচের গন্ধ আর বৃষ্টি। কোঝিকোড় আর ওয়ানড়ের মধ্যে যোগাযোগকারী রাস্তা থামারসেরি চুরম বা ওয়ানাড় ঘাট পাস। এখানে মাত্র ৯টি হেয়ার পিন বাঁক রয়েছে। কিন্তু প্রতিটিই বেশ ভয়ঙ্কর কিন্তু সুন্দর। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে চায়ের কাপে চুমুক দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু সাবধান, আপনার স্ন্যাকসে ভাগ বসাতে পারে বাঁদরও।
যারা সড়কপথে অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাঁদের 'বাকেট লিস্টে' অবশ্যই থাকবে তামিলনাড়ুর মাসিনাগুড়ি থেকে উটি যাওয়ার কালহাট্টি ঘাটের রাস্তা। দু'পাশে ঘন জঙ্গল থাকা ১৫ কিলোমিটার রাস্তায় রয়েছে ৩৬টি বাঁক। প্রতিটিই অত্যন্ত সূক্ষ। একটু ভুলচুক হলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
আন্নামালাই পাহাড়ের গা ঘেঁষে ভালপারাই-পোল্লাচি রাস্তা পুরো স্বপ্নের মতো। রয়েছে ৪০টি বাঁক। মাখনের মতো সুনসান রাস্তা। গাড়ির কাঁচ নামানো থাকলেই নাকে আসবে ইউক্যালিপটাসের গন্ধ।
Published By: Paramita PaulPosted: 01:37 PM May 23, 2025Updated: 01:37 PM May 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
