Advertisement
ক্রমশ বাড়ছে পরকীয়া, 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে' সম্পর্কের বিশ্বাস হারানোর খেলায় এগিয়ে কোন শহর?
পরকীয়ার নিরিখে কত নম্বরে রয়েছে কলকাতা?
একে তো ব্যস্ততা। তার উপর মানসিক চাপ। দু'য়ের জাঁতাকলে বর্তমানে সম্পর্ক, সংসার, দাম্পত্যের রূপ বদল ঘটছে।
সময় যত এগোচ্ছে, ততই যেন বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। বিশ্বাস হারাচ্ছে সম্পর্ক। তার ফলে বাড়ছে বিচ্ছেদ।
আর বিচ্ছেদের মূল কারণ পরকীয়া। পরপুরুষ কিংবা অন্য মহিলার প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা বাড়ছে ক্রমাগত। তার ফলে অপর প্রান্তে থাকা মানুষটি কষ্ট পাচ্ছেন। কখনও তিনি মুখ বুজে সব কিছু সহ্য করছেন। আর সহ্যের শেষ সীমায় পৌঁছলে সম্পর্কের ভবিতব্যই যেন বিচ্ছেদ।
কেন বাড়ছে পরকীয়া? মনোবিদদের মতে, যেকোনও সম্পর্কে প্রথম প্রথম যেমন উষ্ণতা থাকে, তা একটা সময় পর কমে যায়। কারণ, নিয়মিত এক সম্পর্কে মানুষ একঘেয়ে হয়ে যায়।
বিশেষত দাম্পত্যের ক্ষেত্রে চাল, ডাল, নুন, চিনির হিসাবের মাঝে যেন প্রেম উধাও হয়ে যায়। তার ফলে একরাশ খোলা হাওয়ার মতো দম্পতির মাঝে চলে আসেন তৃতীয় ব্যক্তি। আর তাতেই যত গণ্ডগোল।
বর্তমানে এত বিবাহবিচ্ছেদ কেন? কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আর্থ সামাজিক পরিস্থিতির পরিবর্তনের দিকে নজর দিতে হবে। বর্তমানে বেশিরভাগ মানুষই আর্থিকভাবে স্বাবলম্বী। তার ফলে কারও সঙ্গে আপস করে সংসার করার প্রবণতা কমেছে। দ্বিতীয়ত, মানুষ বর্তমানে অনেক বেশি স্বাধীনচেতা। তৃতীয়ত, লোকলজ্জার ভয়ও এখন অনেকটাই কমে গিয়েছে।
সম্প্রতি গ্লোবাল ডেটিং প্ল্যাটফর্ম অ্যাসলি ম্যাডিসন পরকীয়া নিয়ে একটি সমীক্ষা করে। কোন শহরের মানুষ পরকীয়ায় সবচেয়ে বেশি জড়িয়ে পড়ছেন, তা নিয়ে রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় প্রায় সকলের।
গত মাসের রিপোর্ট বলছে, পরকীয়ার নিরিখে নাকি সবচেয়ে বেশি এগিয়ে তামিলনাড়ুর কাঞ্চিপুরম। এখানে পরকীয়া প্রায় ঘরে ঘরে। গত বছর এই ছোট্ট শহরটি পরকীয়ার নিরিখে ১৭ তম স্থানে ছিল।
Published By: Sayani SenPosted: 08:45 PM Jul 24, 2025Updated: 09:26 PM Jul 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
