Advertisement
শেষ লগ্নে আইপিএল, বৈভবের আবির্ভাব থেকে সাইয়ের সুদর্শন ব্যাটিং, কী পেল ভারতীয় ক্রিকেট?
আগুনে ফর্মে রয়েছেন সাই সুদর্শন।
প্রায় শেষ লগ্নে আইপিএল। একনজরে দেখা নেওয়া যাক, এবারের আইপিএল থেকে কী পেল ভারতীয় ক্রিকেট। প্রথমেই আসবে গুজরাটের সাই সুদর্শনের কথা। গিলরা ছিটকে গেলেও ১৫ ম্যাচে ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে। টেস্টেও তাঁকে রোহিতের 'বিকল্প' হিসেবে দেখা হচ্ছে।
চলতি আইপিএলের সব থেকে বড় আবিষ্কার বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়স। কিন্তু এর মধ্যেই আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। মাত্র ৭ ম্যাচে সে করেছে ২৫২ রান। গড় ২০৬.৫৫। তার প্রতিভায় মুগ্ধ দেশবাসী।
১৪-র বৈভব যেমন আছে, তেমনই উত্থান ঘটেছে ১৭-র আয়ুষ মাত্রের। মুম্বইয়ের এই ব্যাটার মাঝপথে চেন্নাই সুপার কিংসে আসে। খেলেছে মাত্র ৭টি ম্যাচ, তার মধ্যেই রান ২৪০। চেন্নাইয়ের খারাপ মরশুমেও ভরসার নাম আয়ুষ।
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন শুভমান গিল। তা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। কিন্তু এটা ঠিক যে, গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে যোগ্যতার পরিচয় দিয়েছেন গিল। দলকে প্লে অফে তুলেছেন। ১৫ ম্যাচে ৬৫০ রান করেছেন।
প্রসিদ্ধ কৃষ্ণকে ৯.৫০ কোটি টাকা দিয়ে কিনেছিল গুজরাট। ১৫ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৫। বেগুনি টুপির দৌড়ে আপাতত সবার উপরে। আইপিএলের ফর্ম ইংল্যান্ডের টেস্ট সফরে বজায় রাখতে পারলে ভারতীয় দল উপকৃত হবে।
আইপিএলে আগুনে ফর্মে ছিলেন কেএল রাহুল। গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দুরন্ত ফর্মের পুরস্কার পেতে পারেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন তিনি। ১৩ ম্যাচে রান ৫৩৯।
একসময় ক্রিকেটের কাছে প্রার্থনা করেছিলেন, আরেকটা সুযোগ দেওয়ার। এখন করুণ নায়ার আট বছর পর টেস্টে নামার অপেক্ষায়। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন। আইপিএলেও ভালো খেলেছেন। তার মধ্যে মুম্বইয়ের বিরুদ্ধে ৪০ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
Published By: Arpan DasPosted: 05:12 PM May 31, 2025Updated: 05:12 PM May 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
