Advertisement
শিক্ষিকাকে মন দিয়েছিলেন ২৫ বছরের ছোট ম্যাক্রোঁ, কীভাবে মেয়ের বন্ধুকেই বিয়ে ব্রিজিটের?
শত বাধা সত্ত্বেও কীভাবে এগিয়েছে ফরাসি প্রেসিডেন্ট প্রেমকাহিনী?
স্ত্রীর হাতে সপাটে চড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট! ভিডিও, মিমে ছয়লাপ সোশাল মিডিয়া। তারপর থেকেই চর্চায় উঠে এসেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁর প্রেমকাহিনী।
দু'জনের অসমবয়সি প্রেম নিয়ে আমজনতার কৌতূহল কখনই যেন শেষ হয় না। ইমানুয়েল-ব্রিজেটের প্রথম দেখা ১৯৯৩ সালে। ফ্রান্সের ভাবী প্রেসিডেন্ট তখন ১৫ বছর বয়সের এক উজ্জ্বল পড়ুয়া। আর তাঁর হবু পত্নী ব্রিজিট, ৩৯ বছর বয়সি স্কুল শিক্ষিকা।
সেসময়ে পেশায় ব্যাঙ্কার আন্দ্রে লুই আজুরেইয়ের সঙ্গে তিন সন্তান নিয়ে সুখে সংসার করছেন ব্রিজিট। পড়াতেন ম্যাক্রোঁর স্কুলেও। তাঁর জ্যেষ্ঠ কন্যার সঙ্গে একই ক্লাসে পড়তেন ম্যাক্রোঁ। সেই সূত্রে ব্রিজিটের বাড়িতে যাতায়াত ছিল কিশোর ইমানুয়েলের।
স্কুলের নাটকের দলের সূত্রে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে ব্রিজিট-ইমানুয়েলের। একসঙ্গে নাটক লিখেছিলেন দু'জনে। ব্রিজিটের মনে হয়েছিল, ১৫ বছর বয়স হলেও ম্যাক্রোঁর মানসিকতা ২৫ বছর বয়সিদের মতো পরিণত।
১৯৯৪ সাল থেকেই প্রেমের সূচনা। তবে শুরু থেকেই হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় ব্রিজিট-ইমানুয়েলকে। দু'জনকে সানবাথ নিতে দেখে ফেলেন পরিবারের সদস্যরা। তারপর থেকেই কার্যত একঘরে করে দেওয়া হয় দু'জনকে। উড়ো চিঠিও পাঠানো হয় স্কুলে।
বাধ্য হয়ে ম্যাক্রোঁকে পড়াশোনার জন্য অন্যত্র পাঠিয়ে দেন তাঁর বাবা-মা। তবে দূরত্ব বাড়লেও ভালোবাসায় ভাটা পড়েনি। ব্রিজিটের মনে হয়েছিল ম্যাক্রোঁ দূরে চলে গেলে হয়তো সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
২০০৭ সালে ব্রিজিটের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। সেবছরই পরের দিকে ম্যাক্রোঁকে বিয়ে করেন তিনি। ২৪ বছরের বড়, নিজের শিক্ষিকাকে বিয়ে করায় কটাক্ষ শুনতে হয় ম্যাক্রোঁকে। অন্যদিকে, মেয়ের বয়সি জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য কটাক্ষের শিকার ব্রিজিটও।
নিজের জীবনীকারকে ব্রিজিট বলেছিলেন, ইমানুয়েলের তারুণ্য আমার বলিরেখা-দুইয়ে মিলে বেশ ভালোভাবেই জীবন কাটছিল তাঁদের। কিন্তু জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরে খুশি ব্রিজিট।
২০১৪ সালে ফ্রান্সের অর্থমন্ত্রী হন ম্যাক্রোঁ। সেই সময়ে চাকরি ছেড়ে স্বামীর রাজনৈতিক কেরিয়ারে পাশে থাকার সিদ্ধান্ত নেন ব্রিজিট। তিন বছর পরে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন ম্যাক্রোঁ।
Published By: Anwesha AdhikaryPosted: 05:00 PM May 27, 2025Updated: 05:00 PM May 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
