Advertisement
প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত কর্নাটক-সিকিম-মহারাষ্ট্র, অসমের বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মণিপুরও।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কর্নাটক, সিকিম এবং মহারাষ্ট্র-সহ দেশের একাধিক রাজ্য। ব্যাহত জনজীবন। অন্যদিকে, বন্যায় ভাসছে অসমের বিস্তীর্ণ এলাকা। উত্তর-পূর্বের এই রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০।
কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বই, পুণে-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। গত সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ জনজীবন। বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিমান ওঠানামা ও গণপরিবহণে প্রভাব পড়েছে।
মুম্বইয়ের কুরলা, সায়ন, দাদর ও পারেল-সহ বেশ কয়েকটি নিচু এলাকা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় গণপরিবহণে প্রভাব পড়েছে। এদিকে রেললাইনে জল জমে যাওয়ায় সেন্ট্রাল, ওয়ের্স্টান ও হারবর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশিরভাগ ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে।
টানা বৃষ্টিতে বিধ্বস্ত কর্নাটকের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলি। এখনও পর্যন্ত কর্নাটকে মৃত্যু হয়েছে ৫ জনের।
প্রবল বৃষ্টিতে কার্যত বেহাল দশা উত্তর সিকিমের। রাতভর অতিভারী বৃষ্টিতে একাধিক এলাকায় ভূমিধস দেখা গিয়েছে। বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে খরস্রোতা তিস্তা।
শুক্রবার বিপর্যয়ের পর প্রশাসনের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে সিকিমে। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে আরও বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই ভেসে গিয়েছে সিকিমের ফিদাং গ্রাম। এদিকে ভুটান পাহাড়েও অতিভারী বর্ষণের সতর্কতা জারির ফলে উত্তরের ডুয়ার্স এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই ভেসে গিয়েছে অসমের ৬টি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েকদিন অসমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
Published By: Subhodeep MullickPosted: 05:38 PM May 31, 2025Updated: 05:38 PM May 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
