Advertisement
১৯ মার্চ খুলছে এশিয়ার বৃহত্তম টিউলিপ উদ্যান, পর্যটদের স্বাগত জানাতে প্রস্তুত ভূস্বর্গ
৬০ প্রজাতির ১৫ লক্ষের বেশি টিউলিপে সেজে উঠেছে উদ্যান।
সুন্দরের ঠিকানা জম্মু-কাশ্মীর। তুষারশুভ্র উপত্যকার নাম শুনলেই মন ভাল হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে অপূর্ব সব দৃশ্য। যেমন টিউলিপ গার্ডেন।
ভূস্বর্গের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে শ্রীনগর শহরে অবস্থিত এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। যা রয়েছে জাভারবান পাহাড়ের পাদদেশে।
ডাল লেকের কাছেই টিউলিপ উদ্যানে রয়েছে ৬০ প্রজাতির বিভিন্ন রঙের ১৫ লক্ষের বেশি টিউলিপ। এছাড়া অন্য ফুলের দেখাও মেলে।
Published By: Kishore GhoshPosted: 08:10 PM Mar 12, 2023Updated: 08:12 PM Mar 12, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
