Advertisement
৭০ কেজির চকোলেট মূর্তি! জন্মদিনের আগেই প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার ওড়িশার ছাত্রছাত্রীদের
মূর্তিটি তৈরি করতে কী কী ব্যবহৃত হয়েছে?
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তার আগে ৭০ কেজির একটি চকোলেট মূর্তি বানিয়ে মোদিকে বিশেষ উপহার দিলেন ওড়িশার কয়েকজন ছাত্রছাত্রী।
জানা গিয়েছে, ভুবনেশ্বরের ‘ক্লাব চকোলেট’ নামে এক বেকারি সম্প্রতি একটি প্রকল্পের উদ্যোগ নিয়েছিল। যেখানে তারা চকোলেট ব্যবহার করে ৭০ কোজি ওজনের মোদির একটি মূর্তি বানানোর সিদ্ধান্ত নেয়।
প্রকল্পটিতে অংশগ্রহণ করেন মোট ১৫ জন ছাত্রছাত্রীর একটি দল। শিক্ষক রাকেশ কুমার সাউ এবং রঞ্জন পারিদার সাহায্যে মোট ৭দিন ধরে তারা এই মূর্তিটির নির্মাণ করেন।
Published By: Subhodeep MullickPosted: 09:24 PM Sep 02, 2025Updated: 09:25 PM Sep 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
