Advertisement
'আরে ইয়ার...', অনুশীলনের মাঝেই বিরক্ত পন্থ, প্রথম টেস্টের জন্য কতটা প্রস্তুত ভারত?
২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।
অনুশীলনে তিনি চোট পেয়েছিলেন অল্পবিস্তর। এরপর অসংখ্য কাটিয়ে সেই অনুশীলনেই বিশাল ছক্কায় ভেঙেছিলেন স্টেডিয়ামের ছাদ। আইপিএল ভালো যায়নি।
জাতীয় কর্তব্য সব সময় আলাদা। আর তাই পুরনো ব্যর্থতা ভুলে আসন্ন টেস্ট সিরিজের জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন টিম ইন্ডিয়া সহ-অধিনায়ক ঋষভ পন্থ। দেখা গিয়েছে, প্রস্তুতিতে তিনি বেশ 'হাইলাইটেড'।
বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে ভারতীয় উইকেটরক্ষককে কিছুটা বিরক্ত দেখা যাচ্ছে। এমনকী পারেননি হতাশা গোপন করতে। ঠিক কী হয়েছিল? অনুশীলনের সময় এমন কিছু ঘটেছিল, যাতে তাঁকে খুবই বিরক্ত লাগছিল।
Published By: Prasenjit DuttaPosted: 08:01 PM Jun 12, 2025Updated: 08:01 PM Jun 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
