Advertisement
‘স্নেহ উপহার…’, রাখিবন্ধন উদযাপনে পন্থ-রিঙ্কুরা, রইল ক্রিকেটারদের 'মিষ্টিমুখে'র ছবি
সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি আর একে অপরকে রক্ষার প্রতিশ্রুতিই রাখিবন্ধন।
সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি আর একে অপরকে রক্ষার প্রতিশ্রুতিই রাখিবন্ধন। আর তা অটুট রাখতে আজ, শনিবার দেশজুড়ে পালিত রাখিবন্ধন উৎসব। ভাইবোনদের কাছে দিনটার মহিমা অন্যরকম। দেশের ক্রিকেটাররাও রাখি সেলিব্রেশন করেছেন। তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল, সুরেশ রায়নারা।
ঋষভ পন্থ ইনস্টাগ্রাম স্টোরিতে রাখি উদযাপনের মিষ্টি ছবি শেয়ার করেছে। সেখানে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটারকে তাঁর বোন সাক্ষীর সঙ্গে দেখা গিয়েছে।
সুরেশ রায়নাও ইনস্টায় রাখি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন তাঁর দিদি রেণুর সঙ্গে। সেখানে প্রাক্তন তারকা ক্রিকেটারক্যা বেশ হাসিখুশি দেখা গিয়েছে।
বোন শ্রেষ্ঠা আইয়ারের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার।
রাখিতে সোশাল মিডিয়ায় ভাই জুজি চাহালের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তাঁর দিদি গীতা চাহাল। ভারতীয় স্পিনারক্যা এই বিশেষ দিনে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন।
Published By: Prasenjit DuttaPosted: 06:25 PM Aug 09, 2025Updated: 06:25 PM Aug 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
