Tap to expand চলতি বছরে ৯১ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। তাঁদের অন্যতম সিদ্দি সম্প্রদায়ের প্রতিনিধি প্রবীণ সমাজকর্মী হিরবাইবেন ইব্রাহিমভাই লবি।
Tap to expand পদ্ম পুরস্কারের মঞ্চে গুজরাটের সিদ্দি সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা হিরবাইবেনকে দেখেই মাথা নোয়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Tap to expand বাংলার গর্ব শতায়ু লোকসংগীতশিল্পী সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায়। বুধবার তাঁর হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Tap to expand টোটো ভাষার হরফ তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন ধনীরাম টোটো। একই দিনে তাঁর হাতেও পদ্ম সম্মান তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি।
Tap to expand তাঁর চিকিৎসায় বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে ফেরে আন্দামানের আদিম উপজাতি জারোয়ারা। বাঙালি চিকিৎসক ডা. রতন চন্দ্র কর সম্মানিত রাষ্ট্রপতি ভবনে।
পদ্ম পুরস্কারে সম্মানিত বাংলার লোকসংগীতশিল্পী মঙ্গলাকান্ত রায়।